ফেডারেশনের চাপে টলিপাড়ায় কাজের স্বাধীনতা নেই! এমনই অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচাৰ্য, দায়ের হয়েছিল মামলা। আর সেই মামলায় এবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, পরিচালককে যেন কোনওভাবেই তাঁর কাজে বাধা দেওয়া না হয়। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩ এপ্রিল।
এবিষয়ে আনন্দবাজার ডট কমকে পরিচালক বিদুলা ভট্টাচার্য জানান, ছোট পদক্ষেপ হলেও বিষয়টা ইতিবাচক। আর এটাই তাঁর কাছে স্বস্তির বিষয়। প্রসঙ্গত, বিদুলার অভিযোগ, পরিচালকরা ছবি বানাতে অনেক কষ্ট করে প্রযোজক জোগাড় করেন। আর সংগঠনের নিয়মের কারণে তাঁরা চলে যান। তাঁর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিদুলা। তাঁর কথায়, ‘আমরা পরিচালকরা স্বাধীনভাবে কাজ করব, এটাই চাই। সারা দেশেই এই নিয়ম চলে। শুধু টালিগঞ্জেই সেটা হয় না।’
তাঁর আরও অভিযোগ ফেডারেশনের বেছে দেওয়া কর্মীকে নিয়ে কাজ করতে হন পরিচালকরা। তাঁদের স্বাধীনভাবে টেকনিশিয়ান বাছতে দেওয়া হয় না। আউটডোর শুটিংয়ের সময়ও প্রয়োজন না থাকলেও ফেডারেশন অতিরিক্ত কর্মী জোর করে চাপিয়ে দেয়। এতে প্রযোজকের খরচ বাড়ে। 'গুপি শুটিং' শব্দটি নিয়েও আপত্তি বিদুলার। তাঁর দাবি, কেউ কোনও গোপন কাজ করেন না। ফেডারেশনের অযথা নাক গলানোর কারণেই বিরক্ত হয়ে নিজেদের মতো করে কাজ করার চেষ্টা হয়। টালিগঞ্জের পরিচালকরা চাইলে টেকনিশিয়ানের ব্যয় কমিয়ে ভাল ক্যামেরা ব্যবহার করতে পারেন, তবে এখানে সেটা করতে দেওয়া হয় না।