
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরাজ্য থেকে একাধিক শিল্পী ‘পদ্ম’ পুরস্কারে সম্মানিত। কেউ পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, আবার কেউ পদ্মবিভূষণ পাচ্ছেন। বীরভূমের 'বড়লোকের বিটি রে খ্যাত' লোকশিল্পী রতন কাহার পাচ্ছেন ‘পদ্মশ্রী’।
রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তাঁর গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার। ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাব গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। এখনও পর্যন্ত ২৫০টি গান লিখেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় ‘বড়লোকের বিটি লো’।
যদিও বহু প্রচলিত, জনপ্রিয় রতন কাহারের একসময়ের লেখা ‘বড়লোকের বিটি লো’ গানটি নিয়ে একসময় কিছু কম বিতর্ক হয়নি। একসময় বলিউডের ‘গেন্দা ফুল’ খ্যাত গায়ক, র্যাপার বাদশা ‘বড়লোকের বিটি লো’ গানটি রতন কাহারের নাম ছাড়া ব্যবহার করলে বিতর্ক চরমে ওঠে। সেটা ছিল ২০২০ সাল। বাংলা থেকে অনেকেই রতন কাহারের নাম, কৃতিত্ব না ব্যবহারের জন্য বাদশার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। পরে বাদশা অবশ্য রতন কাহারকে কৃতিত্ব দিয়েছেন। শুধু তাই নয়, রতন কাহারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েও নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, অনেকেই এই গান নাম ছাড়াই ব্যবহার করেছেন, তাই তাঁর জানা ছিল না এই গানের মূল শিল্পী কে? পরে বাদশা রতন কাহারকে দিয়েছিলেন ৫ লক্ষ টাকা।
যদিও সেসময় ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে রতন কাহার জানিয়েছিলেন, ‘যতদূর মনে পড়ে বড়লোকের বিটি লো গানটি আমি প্রসার ভারতীতে গেয়েছিলাম। পরে আমি গানটি আনন গোষ্ঠীর রাজকুমার সাহাকে দিয়েছিলাম। ওরাঁ সমবেতভাবে গানটি গাইতেন, সেখান থেকেই গানটি ছড়িয়ে পড়ে। পরে স্বপ্না চক্রবর্তী আমার খাতা থেকে গানটি লিখে নিয়ে যান, ১৯৭৬ সালে তিনি গানটি রেকর্ডও করেন। তবে সেখানেও আমার লেখা গান ও সুরের কথা স্বীকার করা হয়নি। কোনও কৃতিত্ব দেওয়া হয়নি।’
সেসময় রতন কাহার অভিযোগ, অভিমানের সুরে বলেছিলেন, ‘অনেকেই আমার লেখা ও সুর করা গান নিয়ে নিজের নামে লিখেছেন। আমি গরিব, অসহায়। লোকে বেইমানি করলে আমি কী করব! আমরা মাটির গান লিখি, তবে অনেকেই আমাদের সম্মান দেন না।’
তবে ২০২০ সালে পরোক্ষভাবে বাদশার হাত ধরে তৈরি হওয়া সেই বিতর্কের জেরে ছড়িয়ে পড়েছিল রতন কাহারের নাম। যাঁরা আগে চিনতেন না, তাঁদের অনেকেই বীরভূমের এই গুণী শিল্পীকে চিনেছিলেন সেদিন। তবে এবার সেই রতন কাহারকে জাতীয়স্তরে সম্মান পাচ্ছেন। তাঁর হাতে তুলে দেওয়া হবে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার।
৳7,777 IPL 2025 Sports Bonus