ফের নতুন ছবিতে জুটি বেঁধেছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। ছবির নাম 'আর্চির গ্যালারি'। শুরু হয়েছে ছবির শ্যুটিং। ছবি পরিচালনার দায়িত্বে পরিচালক প্রমিতা ভট্টাচার্য। কলকাতা শহরের বিভিন্ন স্থানে চলছে জোরকদমে চলছে ছবির শ্যুটিং।
একটি ছেলেকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তার নাম আর্চি, এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। খুব ছোট্ট বয়সে মা মারা যায় আর্চির। বাবা এবং মাসির কাছেই মানুষ হয়েছে সে। আর্চির জীবনে তার বাবার মাহাত্ম সবথেকে বেশি। বনি সেনগুপ্ত-র বাবার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রজতাভ দত্ত।

এই নিয়ে তিন নম্বর ছবিতে একসঙ্গে কাজ করছেন বনি সেনগুপ্ত এবং আয়ুষী তালুকদার। তাঁদের আগের দুটি ছবি এখনও মুক্তির অপেক্ষায়। ছবিতে আয়ুষীর চরিত্রের নাম নীহারিকা, সে এক স্বাধীনচেতা নারী। এক কর্পোরেট অফিসে কর্মরত সে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।
আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলি ফ্রেমবন্দি করা যায় না। কিন্তু মনে রয়ে যায়। আর্চির জীবনেও এমন কিছু ঘটনা রয়েছে। সেই আর্চি'র গ্যালারি এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়। এস.সি. এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।