২০০৩ সালের পর আবার ২০২৩ -এ অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে এই পরাজয়ে অনেকেই ভেঙে পড়েছেন। তবে এই কঠিন সময়ে দেশের, ভারতীয় ক্রিকেট টিমের পাশে দাঁড়ালেন একাধিক বলিউড এবং চলিউড তারকা। জোগালেন মনোবল। শাহরুখ, করিনা কাপুর, আয়ুষ্মান খুরানাকে কী লিখলেন?
বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর কে কী লিখলেন?
এদিন শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গোটা টুর্নামেন্টে ভারত যেভাবে খেলল সেটা গর্বের। তারা দারুণ খেলেছে। এটা স্পোর্ট, এখানে এক আধদিন খারাপ যেতেই পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই খারাপ দিনটা আজকেই এল। কিন্তু টিম ইন্ডিয়া অনেক ধন্যবাদ আমাদের গর্বিত করার জন্য। গোটা দেশকে তোমরাই একসঙ্গে বেঁধে রেখেছ। দেশের হয়ে গলা ফাটাতে বাধ্য করেছ। তোমাদের জন্য রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমাদের জন্যই আজ আমাদের দেশ গর্বিত।'
আরও পড়ুন: 'তোমাদের জন্য গর্বিত', মাঠে বসে গলা ফাটানোর পর রোহিতদের জন্য বিশেষ বার্তা শাহরুখের
আরও পড়ুন: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে