আকাশ আট চ্যানেলে নতুন করে ফিরিয়ে আনা হয়েছে সাহিত্যের সেরা সময়। এখানে নতুন করে বাংলার সাহিত্যের ভাণ্ডার থেকে একটার পর একটা উপন্যাসকে তুলে ধরা হচ্ছে। তবে এবার খালি সাহিত্যের সেরা সময় নয়, আলাদা ভাবেও এই চ্যানেলে আসছে উপন্যাস ভিত্তিক কাজ। আসতে চলেছে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বয়ংসিদ্ধা। এই ধারাবাহিকে গোবিন্দর চরিত্রে অভিনয় করবেন বিশ্বাবসু বিশ্বাস। এর আগেও তিনি আকাশ আটের সাহিত্যের সেরা সময়ের প্রথম গল্প অগ্নিপরীক্ষায় কিরীটির চরিত্রে অভিনয় করেছিলেন যা এর আগে উত্তম কুমার করে গিয়েছেন। এবার পালা রঞ্জিত মল্লিক অভিনীত এই কাল্ট চরিত্রের। তার আগে তিনি মুখোমুখি হয়েছিলেন হিন্দুস্তান টাইমস বাংলার।
উত্তম কুমারের পর রঞ্জিত মল্লিক অভিনীত আরও একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে বিশ্বাবসু বললেন, 'আমি অত্যন্ত সৌভাগ্যবান যে কিংবদন্তি অভিনেতারা যে চরিত্রগুলো করে গিয়েছেন সেগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছি, বা সেখানে আমাকে ভাবা হচ্ছে। তবে কিংবদন্তি শিল্পীদের করে যাওয়া চরিত্র ভাবলে হয়তো আমি এই কাজগুলো ভয়ে করতেই পারতাম না। ওঁরা ওঁদের মতো করে গিয়েছেন, আমি আমার মতো করে চরিত্রটা করার চেষ্টা করছি। কোনও তুলনার জায়গা নেই, এটা আমার শ্রদ্ধার্ঘ্য ওঁদের প্রতি।'
আরও পড়ুন: নাকে অক্সিজেনের নল, আধশোয়া হয়ে বিছানায় উরফি! কী হয়েছে সোশ্যাল মিডিয়ার তারকার?
আরও পড়ুন: 'ভাবতে পারিনি ওর এতটা দুঃসাহস হবে', ধনুশের ছবির ইভেন্টে শ্লীলতাহানি সঞ্চালিকাকে, মুখ খুললেন নির্যাতিতা
স্বয়ংসিদ্ধা ধারাবাহিকে গোবিন্দর চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন বিশ্বাবসু? এই প্রসঙ্গে তিনি জানান, 'চ্যালেঞ্জ হল চরিত্রটাই। গোবিন্দ কিন্তু শিশুসুলভ, যার বয়স বাড়লেও বাড়ির লোকেদের চক্রান্তে যার মন বা মাথার বয়স বাড়েনি। তাই যাতে সেই জায়গাটা ধরে রাখতে পারি, ঠিক করে ফোটাতে পারি, সেটারই চেষ্টা করছি। আমার চারপাশে এমন অনেক মানুষকে দেখেছি তাঁদের শরীরী ভাষা, চোখ মুখের এক্সপ্রেশন কেমন হয়, কিসে কেমন রিঅ্যাক্ট করেন সেটা রপ্ত করার চেষ্টা করছি। বাকি রেফারেন্স হিসেবে এর আগে এমন যে চরিত্র হয়েছে সেগুলো দেখছি। আর পরিচালক এবং লেখকরা তো আছেনই।'
আরও পড়ুন: 'আমি রণবীর দুজনেই বাচ্চা ভালোবাসি...' ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছেন দীপিকা? কী জানালেন মা হওয়া নিয়ে?
অন্যান্য চ্যানেলে যেখানে সাহিত্য নিয়ে কাজ তুলনায় কম হয়, সেখানে আকাশ আট নিরলস ভাবে সাহিত্য নিয়ে কাজ করে চলেছে। এই বিষয়ে বিশ্বাবসু জানান, 'এটা আমার দ্বিতীয় কাজ আকাশ আটের সঙ্গে। দুর্দান্ত অভিজ্ঞতা। ওরা সাহিত্য নিয়ে কাজ করে চলেছে দারুণ ভাবে, আর আমাকে ওর দুটোই সাহিত্যভিত্তিক কাজের জন্যই বেছেছে বলে আমি খুশি। সব থেকে বড় কথা দুটো চরিত্র কিন্তু একদম এক অন্যের থেকে আলাদা।'