
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিগ বসের ঘরে ঢোকের পর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন টেলি পর্দায় জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের সাম্প্রতিক পর্বে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর বিচ্ছেদের বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
ই-টাইমসের রিপোর্ট অনুযায়ী, অঙ্কিতা লাইভ স্ট্রিম চলাকালীন তার সহ-প্রতিযোগী নাভিদ সোলের সঙ্গে কথা বলছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে ব্রেকআপ ছিল 'যন্ত্রণাদায়ক'। দীর্ঘ দিনের সম্পর্ক ছিল তাঁদের, তার পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন ছিল। আরও পড়ুন: অর্জুনের পোস্টের প্রতিটি শব্দ মনখারাপ করা! মা’কে নিয়ে কী বললেন তিনি
আরও উল্লেখ করা রয়েছে, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে সব ভুলে এগিয়ে যেতে তাঁর আড়াই বছর সময় লেগেছিল। তিনি নাভিদকে বলেছিলেন, ভিকি জৈনকে (যিনি তখন তাঁর প্রেমিক ছিলেন) তিনি বলতেন, প্রাক্তন (সুশান্ত সিং রাজপুত) তাঁর কাছে ফিরে আসবে।
অঙ্কিতা দাবি করেছেন, যদিও সুশান্ত তাদের ব্রেক-আপের পরে এগিয়ে গিয়েছিলেন, তবে তিনি নিজে দীর্ঘদিন ধরে অন্য কাউকে ডেট করার কথা কল্পনাও করতে পারেননি। অঙ্কিতা আরও উল্লেখ করেছেন, তিনি সেই পর্যায়ে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু প্রেমে বিশ্বাস রাখাটা ছেড়ে দেননি।
অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুতের প্রথমবার দেখা হয়েছিল একতা কাপুরের পবিত্র রিশতার সেটে। মানব এবং অর্চনার ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। জুটির রসায়ন সকলকে মুগ্ধ করেছিল। বিচ্ছেদের আগে কয়েক বছর ধরে ডেট করেছিলেন তাঁরা। বলিউড কেরিয়ারে মনোনিবেশ করেছিলেন সুশান্ত। ২০২০ সালে তাঁর আকস্মিক মৃত্যু অনেকেই মানতে পারেননি। মৃত্যুর সময় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে ডেটিং করছিলেন সুশান্ত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports