অগস্টের প্রথম সপ্তাহের প্রথম রবিবার বন্ধুত্ব উদযাপনের দিন। বন্ধু আমাদের কাছে কতটা স্পেশ্যাল, কতটা তাঁর জায়গা আমাদের জীবনে সেটা বোঝানোর জন্য আলাদা দিনের প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে তর্ক চলতেই পারে। কিন্তু জীবনের বিশেষ মানুষকে বিশেষ একটা শুভেচ্ছা জানানোর দিন যদি পাওয়া যায় তবে মন্দ কি? এই বছর ফ্রেন্ডশিপ ডে, বা বন্ধুত্বের দিন পড়েছে ৬ অগস্ট। আর সেই উপলক্ষ্যে নিজের দুই বেস্ট ফ্রেন্ডকে শুভেচ্ছা জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরোতেই ফেসবুকের পাতায় বেটার হাফ এবং কন্যাকে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানান বৈশাখী। যাঁর সঙ্গে মানুষ ঘর করে, যে মানুষটার সঙ্গে নিত্য দিনের ওঠাবসা সে প্রিয় বন্ধু না হয়ে যায় কোথায়?
আরও পড়ুন: বৈশাখী-শোভন এবার হাত ধরে হাঁটলেন র্যাম্পে, নতুন রূপে ‘প্রেমিক-জুটি’
সেই কথা মনে রেখেই শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ দিনের বিশেষ শুভেচ্ছা জানালেন বৈশাখী। তাঁদের দুজনের একাধিক মুহূর্তের ছবি পোস্ট করে এদিন তিনি তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'তোমার জন্যই আমি একটু বেশি হাসি। তোমার জন্যই আমি একটু কম কাঁদি। তোমার জন্যই আমার মুখে হাসি লেগে থাকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার ভালোবাসা।' অকপটে আরও একবার ভালোবাসার কথা সবার সামনেই স্বীকার করে নেন এদিন বৈশাখী।

শোভনকে নিয়ে বৈশাখীর পোস্ট
একই সঙ্গে মেয়েকেও বিশেষ দিনের শুভেচ্ছা জানান তিনি। মেয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার প্রিয় বন্ধু। তুমিই আমার জীবন।'

বৈশাখীর পোস্ট
প্রসঙ্গত এই জুটি ভীষণই জনপ্রিয়। তাঁরা দুজন একত্রে ফ্রেম শেয়ার করার অর্থই হল সেটা ভাইরাল হওয়া। মাঝে মধ্যে ট্রোলের মুখেও পড়তে হয় বিস্তর। কিন্তু তাতে থোড়াই কেয়ার। এই তো কিছুদিন আগেই তাঁরা জুটিতে ধরা দিয়েছিলেন এক র্যাম্প শোতে। র্যাম্পে একত্রে হাঁটেনও তাঁরা। ট্রান্সজেন্ডারদের এই ফ্যাশন শোতে তাঁরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সেখানেই একদম অন্য মুডে ধরা দেন শোভন-বৈশাখী।