২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দিয়েছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। দেখতে দেখতে দুই বছরের হয়ে গেল খুদে। মেয়ের জন্মের ১ বছর পর কাজে ফেরেন তিনি। ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শ্যুট। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় অভিনেত্রী। কখনও বিরাটকে নিয়ে পোস্ট করেন, কখনও মেয়েকে নিয়ে আবার কখনও নিজের নানা ছবি। আর অনুরাগীরাও অপেক্ষা করে থাকে অনুষ্কার পোস্টের।
যোগা সেশনের ফোটো শেয়ার করেছেন জারিন সম্প্রতি। যেখানে তাঁকে চক্রাসন করতে দেখা গিয়েছে। পরে আছেন সাদা রঙের একটি সাদা রঙেপ শার্ট আর কালো টাইটস। তবে অনুষ্কার শেয়ার করা এই ছবিতে সবচেয়ে বেশি নজর কাড়ল তা হল ব্যাকগ্রাউন্ডে। অনুষ্কার পিছনে দেখা গেল ভামিকার সফট টয়, দোলনা, স্লিপ। বোঝা গেল, ভামিকার নার্সারিতেই চলছে অনুষ্কার এক্সারসাইজ। এই ছবির ক্যাপশনে ‘Perspective’ লিখেছেন বিরাট কোহলি-পত্নী। আরও পড়ুন: ‘এ কী চেহারা হয়েছে!’, সলমনের নায়িকা জারিনের ‘মোটা শরীর’ নিয়ে হল বডি শেমিং
২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন আনুষ্কা। ১১ জানুয়ারি ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে মেয়ে ভামিকা। তবে মেয়ের ছবি তাঁরা এখনও সামনে আনেননি। বরং, মিডিয়াকেও অনুরোধ করেছেন যাতে তারা ভামিকার ছবি প্রকাশ না করে। আরও পড়ুন: গ্যালারি থেকে বিয়ের প্রস্তাব পেল সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী মালকিন, ভিডিয়ো

অনুষ্কার ইনস্টা-স্টোরি।
কাজের সূত্রে অনুষ্কাকে 'চাকদা এক্সপ্রেস'-এ মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। নেটফ্লিক্সে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাখানা। এই চরিত্রের জন্য কড়া ট্রেনিং নিতে হয়েছে বিরাট ঘরণীকে। শেষ হয়ে গিয়েছে শ্যুট। কলকাতাতেও এসেছিলেন ছবির কাজে। যদিও বাংলা বলতে না পারা, ঝুলনের থেকে গায়ের রং ফরসা অনুষ্কাকে কেন এই চরিত্রে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা অংশ। শ্যুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবি দেখেও অনেকে মন্তব্য করেছেন ‘একদম মানাচ্ছে না’। তবে অনুষ্কার কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে ছবিখানা। কারণ সেই ২০১৮-র জিরোর পর আর বড় পরদায় দেখা যায়নি তাঁকে। একটা লম্বা বিরতি নিয়েই কাজে ফিরেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক