
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জাভেদ আখতারের ৮০ তম জন্মদিনে অমিতাভ বচ্চনের সঙ্গে বহুদিন বাদে দেখা হয় অভিনেত্রী অনুষা দান্ডেকরের। মিস্টার বচ্চনকে দেখে নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী। ১৯ বছর আগে ‘বিরুদ্ধ’ নামক একটি সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। সিনেমায় অনুষার শ্বশুর মশাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ।
আরও পড়ুন: প্রেসারের ওষুধ খেতে গিয়ে বিপদ! সোমবার রাতে কী ঘটেছিল জিনাতের সঙ্গে?
আরও পড়ুন: 'সরিয়ে দেওয়া হয়', ভুল ভুলাইয়ার সিক্যুয়ালে না থাকা নিয়ে মুখ খুললেন অক্ষয়!
অমিতাভের সঙ্গে ছবি পোস্ট করে অনুষা ইনস্টাগ্রামে লেখেন, আমার প্রথম ফাদার ইন ল। আমি ভীষণ ভাগ্যবান।#বিরুদ্ধ পুনর্মিলন। তবে শুধু অভিনেত্রী নন, ছবিটি দেখে হয়ে পড়েছেন ভক্তরাও। দেখতে দেখতে প্রায় ১৯ বছর কেটে গেছে সিনেমাটি মুক্তির। সিনেমাটি সেই সময় বক্স অফিসে খুব একটা সাফল্য অর্জন না করলেও আজও সিনেমাটির গল্প মানুষের মনে দাগ কাটে।
অভিনেত্রীর পোস্ট করা ছবির কমেন্ট বক্সে একজন লেখেন, ছবিটি দুর্দান্ত ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাফল্য পায়নি। অন্য একজন লিখেছেন, এখন যদি সিনেমাটি মুক্তি পেতে তাহলে হয়তো ফিল্মফেয়ার জিততে পারত। আবার একজন লিখেছেন, দুর্দান্ত একটি সিনেমা। চতুর্থ জন লিখেছেন, দেখতে দেখতে ১৯ বছর পার হয়ে গেল।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে এই সিনেমাটির ১৯ বছর পূর্ণ হয়। সিনেমার ১৯ বছর পূর্ণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি নোট লিখেছিলেন অনুষা। অভিনেত্রী লিখেছিলেন, আমার প্রথম বিয়ে, কি পরিণতি হল!! আপনি কি এটি দেখেছেন? মহেশজিকে অনেক ধন্যবাদ এমন একটি বিশেষ চলচ্চিত্র বানানোর জন্য। দুই বিখ্যাত তারকার সঙ্গে অভিনয় করতে পেরে আমিও ভীষণ খুশি হয়েছিলাম।
আরও পড়ুন: পারফর্ম করতে উঠে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মোনালি, ভর্তি করতে হয় হাসপাতালেও! কেমন আছেন এখন?
আরও পড়ুন: 'বড় ভুল করতে চলেছ', কে বলেছিলেন? অমিতাভের কোন সিদ্ধান্ত মানতে পারেননি বাড়ির লোকজন
উল্লেখ্য, ২০০৫ সালে মহেশ মাঞ্জেকর পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অনুষা দান্ডেকর, শর্মিলা ঠাকুর, জন আব্রাহাম এবং সঞ্জয় দত্ত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports