অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখতে দেখতে কিছুদিন আগেই ১০০০ পর্ব পেরিয়ে এসেছে। আর সেই সময়ই সূর্য দীপার বিয়ের ২০ বছর উদযাপন দেখানো হয়। শুধুই কি জানা যায় তাঁদের দুই মেয়ে রূপা এবং সোনা কৃষ্ণ নামক একটি ছেলের সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এবার আরও বড় চমক দিল এই ধারাবাহিক। কী ঘটেছে?
আরও পড়ুন: দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
কী ঘটতে চলল অনুরাগের ছোঁয়ায়?
এদিন স্টার জলসার তরফে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বেনারসি পরে ঘরে ঢুকছে সোনা। আর উলুধ্বনি শুনেই বাইরে বেরিয়ে আসে দীপা, সূর্য সহ সবাই। দীপার সৎ মা দৌড়ে এসে জানান যে তাঁর জামাই এসেছে। দেখা যায় সোনা বিয়ে করে বর নিয়ে ঢুকেছে।
বোন বিয়ে করেছে দেখেই রূপা বলে ওঠে 'এটা কী করলে তুমি?' তখন তাঁকে রীতিমত ধমকাতে দেখা যায় সোনাকে। চেঁচিয়ে ওঠেন তিনি। সূর্য বলে ওঠে কেন এভাবে সে না জানিয়ে বিয়ে করে আসে। কিন্তু আদতে কাকে বিয়ে করেছে সোনা? কী উদ্দেশ্যেই বা বিয়ে করেছে সেটা স্পষ্ট নয়। তবে সেই ব্যক্তি যে ঘর জামাই থাকতে চায় সেটা স্পষ্ট।
সোনার বর দীপাকে জানায় তার মেয়ে নাকি বিয়ে করে লক্ষ্মী এনেছে। দীপা যখন জানায় মেয়েরা লক্ষ্মী হয়, ছেলেরা নয়। তখনই সেই ব্যক্তি জানায় সে তো ঘর জামাই থাকবে। এমন অবস্থায় সূর্য দীপার জীবনে কোন নতুন ঝড় উঠবে? কীই বা হবে রূপা কৃষ্ণর সম্পর্ক? কেনই বা সোনা এমন সিদ্ধান্ত নিল? কেই বা তার বর? সে কি মিশকার সন্তান? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনেই। তার জন্য দেখতে হবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: ডেলিভারি বয় থেকে জিৎ-প্রসেনজিতের সহ অভিনেতা! উত্থানের গল্প শোনালেন খাকি ২-র প্রবীর
আরও পড়ুন: 'এতক্ষণ যা যা বলল সব...' গোলমরিচকে বানালেন গোটা জিরে! চাঁঁদনির মশলা চেনার দৌড় দেখে হেসে খুন রচনা
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ রাত সাড়ে ৯ টা থেকে দেখা যায়।