এই মুহূর্তে খবরের শিরোনামে অনুপম খের। সৌজন্যে, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি। দর্শকের তরফে ভূয়সী প্রশংসা আদায় করে নেওয়ার পাশাপাশি বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙে চলেছে অনুপম খের অভিনীত এই ছবি। ছবি সমালোচকদের তরফেও 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে তাঁর দুরন্ত পারফর্মেন্সের সুবাদে দারুণ তারিফ কুড়িয়েছেন অনুপম। এবার এই হইচই-এর মধ্যেই নিজের পরবর্তী ছবির ঘোষণা সারলেন এই বলি-অভিনেতা।ছবির নাম 'আইবি ৭১'-এর (IB71)। এটি তাঁর কেরিয়ারের ৫২৩ তম ছবি হতে চলেছে। তবে শুধু ঘোষণা করেই চুপ থাকেননি তিনি। রীতিমতো জোরকদমে শুরু করে দিয়েছেন ছবির শ্যুটিং। 'আইবি৭১'-এর সেট থেকেই অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে এই ঘোষণা সেরেছেন ;কাশ্মীর ফাইলস'অভিনেতা। 'আইবি ৭১'-এর সেটে সম্পূর্ণ নয়া লুকে হাজির হয়েছেন অনুপম। বিদ্যুতের অন্যরকম লুকও নজর এড়ায়নি দর্শকদের। পোস্টের ক্যাপশনে অনুপম লিখেছেন, 'আমার ৫২৩তম ছবির কাজ শুরু করলাম আমি। সঙ্গে রয়েছে প্রতিভাবান ও ভীষণ বিনয়ী বিদ্যুৎ জামওয়াল। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ওঁরই প্রযোজনা সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস।'মূলত একটি স্পাই থ্রিলার হতে চলেছে 'আইবি৭১।' ছবির প্রেক্ষাপটে রয়েছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। আপাতত এই ছবি সম্পর্কে এর থেকে বেশি কিছু আর জানা যায়নি।