Animal worldwide box office: অ্যানিম্যাল যেন রণবীরের অশ্বমেধের ঘোড়া, ছুটছে সুদূর আমেরিকাতেও, বিশ্বব্যাপী ব্যবসা কত হল?
1 মিনিটে পড়ুন Updated: 09 Dec 2023, 05:53 PM ISTসুদূর উত্তর আমেরিকাতেও Animal মাইলফলক ছুঁয়েছে। ছবিটি আট দিনে ১০ মিলিয়ন ডলার আয় করেছে। রমেশ বালা X-তে লিখেছেন, 'ইতিহাস তৈরি হয়েছে!! অ্যানিম্যাল আজ একটা বড় মাইলফলক লঙ্ঘন করেছে। এটা ১০ মিলিয়ন অতিক্রম করেছে। এটা এখন শীর্ষ ভারতীয় ছবি জন্য উত্তর আমেরিকায় সর্বকালের শীর্ষ ৭ নম্বরে রয়েছে।"
রণবীরের অ্যানিম্যাল