রাস্তার অপরদিকে দাঁড়িয়ে থাকা বিপুল অনুরাগী তাঁকে দেখতে পান। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, আবার কখনও হাসি মুখে হাত জোর করেন। আশ্বাস দেন তিনি ঠিক আছেন। গত তিন সপ্তাহ নিজেকে জলসার ভিতরেই নিজেকে বন্দি রেখেছিলেন অমিতাভ বচ্চন। তাই অনুরাগীদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।
অমিতাভ বচ্চন
আর কতদিনই বা দূরে থাকা যায়! অসুস্থতা সত্ত্বেও অনুরাগীদের কাছ থেকে দূরে থাকতে পারলেন না অমিতাভ বচ্চন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার ‘জলসা’(অমিতাভের বাড়ি) বাইরে বের হয়ে এলেন বিগ বি অমিতাভ বচ্চন। দেখা করলেন অনুরাগীদের সঙ্গে।এদিন সাদা পাজামা-পাঞ্জাবিতে দেখা গেল বিগ-বি-কে। সঙ্গে পরেছিলে সাদা-কালো জ্যাকেট। কাঁধ থেকে চাদর দিয়ে ডান হাত ছিল বাঁধা। ডাক্তারের পরামর্শ মেনেই এভাবে চাদর দিয়ে বেঁধে রেখেছেন অমিতাভ। পায়ে ছিল স্নিকার্স জুতো।
রবিবার সকালে সিঁড়ি দিয়ে নেমে এসে উঠে দাঁড়ালেন টুলের উপর। যাতে রাস্তার অপরদিকে দাঁড়িয়ে থাকা বিপুল অনুরাগী তাঁকে দেখতে পান। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন, আবার কখনও হাসি মুখে হাত জোর করেন। আশ্বাস দেন তিনি ঠিক আছেন। গত তিন সপ্তাহ নিজেকে জলসার ভিতরেই নিজেকে বন্দি রেখেছিলেন অমিতাভ বচ্চন। তাই অনুরাগীদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।