তিমধ্যেই বাবা যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত। ইনস্টায় যে ৩৯২ জনকে ফলো করেন সারা, সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা। যদিও যিশু অবশ্য মেয়েকে এখনও ফলো করেন। শুধু তাই নয়, একের পর এক ইনস্টা পোস্ট ও স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন।
Ad
বামদিকে সারা, ডানদিকে যীশু-নীলাঞ্জনার সঙ্গে তাঁদের দুই মেয়ে সারা ও জারা
যিশু তখনও তারকা হননি, সেই তখন থেকেই তাঁর সঙ্গে বন্ধুত্ব, প্রেমের সম্পর্ক নীলাঞ্জনা শর্মার। তারপর সেই বন্ধুত্ব একদিন বদলে গিয়েছিল স্বামী-স্ত্রীর সম্পর্কে। শর্মা পদবী বদলে সেনগুপ্ত পদবীকেই গ্রহণ করেছিলেন নীলাঞ্জনা। ইন্ডাস্ট্রিতে 'পাওয়ার কাপল' বলেই পরিচিত ছিলেন যিশু-নীলাঞ্জনা। তবে তাঁদের সেই ২০ বছরের দীর্ঘ দাম্পত্যে ভাঙন ধরেছে।
এদিকে মা-বাবার সম্পর্কের ভাঙনে মায়ের পক্ষই নিয়েছেন যিশু-নীলাঞ্জনার দুই মেয়ে মেয়ে সারা ও জারা সেনগুপ্ত। তাঁদের দুই মেয়ের মধ্যে সারা সদ্য কলেজ পাশ করেছেন। তিনি অবশ্য শুরু থেকেই মায়ের হয়েই কথা বলছেন, অন্তত সারার সোশ্যল মিডিয়া পোস্ট সেকথাই বলছে। ইতিমধ্যেই বাবা যিশুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত। ইনস্টায় যে ৩৯২ জনকে ফলো করেন সারা, সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা। যদিও যিশু অবশ্য মেয়েকে এখনও ফলো করেন। শুধু তাই নয়, একের পর এক ইনস্টা পোস্ট ও স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সারা লিখেছিলেন, , ‘স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম’। পরে ফের একটা ইনস্টাস্টোরিতে ভিডিয়ো শেয়ার করে বার্তা দেন, ‘তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও’। এরপর শুক্রবার ফের সারার ইনস্টাস্টোরিতে উঠে এল নতুন পোস্ট।