অনুরাগীদের ভালোবাসায় সব সময় ঘিরে থাকেন সলমন খান। আম্বানিরা নিজেদের রিলায়েন্স গ্রুপের কর্মীদের নিয়ে খুবই যত্নশীল। তাঁদের সেলিব্রেশনে সামিল হয়েছেন কোম্পানির কর্মীরাও। ৬ মার্চ কোম্পানির কর্মচারীদের জন্য বিশেষ মিউজিক নাইটের ব্যবস্থা করেছিলেন আম্বানিরা জামনগরে।
গত সপ্তাহে আম্বানিদের তিন দিনব্যাপী অনুষ্ঠানের নানা ছবি প্রকাশ্যে এসেছে। এরপরই সেলিব্রেশন পার্ট টু-এর পালা। এই বিশেষ উপলক্ষে ফের একবার জামনগর পৌঁছেছিলেন শাহরুখ খান, রণবীর সিং, সলমন খান, অরিজিৎ সিং, চর্চিত প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে জাহ্নবী কাপুর। রিলায়েন্স গোষ্ঠীর কর্মীদের জন্য এই বিশেষ আয়োজনে কোনও খামতি রাখেনি আম্বানি পরিবার। আরও পড়ুন: জামনগরে সেলিব্রেশন পার্ট টু, ফের হাজির শাহরুখ, সলমনরা! গুজরাটিও বললেন কিং খান
এ দিন অনুষ্ঠানে নীল স্যুট পরে ধরা দেন সলমন খান। ‘তেরি মেরি প্রেম কাহানি’ থেকে ‘তেরে মস্ত মস্ত দো ন্যান’, ‘জগ ঘুমেয়া’ থেকে ‘সুলতান’, ‘চাঁন্দ ছুপা বাদাল ম্যাঁয়’ থেকে ‘হাম দিল দে চুকে সনম’ সহ নিজের হিট সিনেমার আরও অনেক গানে নেচে ফাটিয়েছেন সলমন খান।
শুধু নেচে-গেয়েই নয়, ভক্তদের সঙ্গেও খানিকটা সময় কাটিয়েছেন সাল্লু ভাই। জামনগর থেকে মুম্বই ফেরার পথে জামনগর বিমানবন্দরে অভিনেতাকে ঘিরে ধরেছিলেন ভক্তরা। বিমানবন্দরে কয়েকটি শিশুও ছিলেন যারা ভাইজানের সঙ্গে ছবি সেলফি তোলার আবদার করেছিলেন, তাঁদের সঙ্গেও ছবি তুলতে ভোলেননি সলমন।
স্টেজে হবু বর অনন্ত আম্বানির প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সলমন। এমনকী অভিনেতা এও বলেছেন, অনন্ত এমন একজন ব্যক্তিত্ব যিনি অপরকে ক্রেডিট দিতে ভালোবাসেন। ওঁরা সকলেই খুব ভালো মনের মানুষ।
সেজে উঠেছিল ভারতের গুজরাট রাজ্যের জামনগর। উপলক্ষ অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠান। গত ১ থেকে ৩ মার্চের জমকালো এ আয়োজনে চোখ ছিল বিশ্বের নানা প্রান্তের মানুষের। ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ে উপলক্ষে চোখধাঁধানো এ আয়োজনে চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তারকা, ধনী ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার প্রভাবশালী মানুষের ভিড় জমেছিল জামনগরে। বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকেরবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, রিহানা—কে ছিলেন না জামনগরের এ আয়োজনে। নেচে-গেয়ে-উৎসবে-আতশবাজিতে মেতেছিলেন সবাই।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, করণ জোহর, দিশা পাটানির মতো তারকারাও এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাচ করেছেন শাহরুখ, সলমন ও আমির খান।