বলিউডের অন্যতম জনপ্রিয় হিন্দি কমেডি ফিল্ম ‘হেরা ফেরি’। ছবির তৃতীয় ইনস্টলমেন্ট আসছে শীঘ্রই। এই ঘোষণার পর থেকেই 'হেরা ফেরি ৩'-তে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কাজ করা নিয়ে চর্চা চলছে।
কিছুদিন আগেই টুইটারে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে পরেশ রাওয়াল জানিয়েছিলেন- কার্তিক আরিয়ান ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয় করতে চলেছেন। বলিউডের 'খিলাড়ি' কুমার অবশ্য আগেই নিশ্চিত করেছেন এই ছবিতে তিনি থাকছেন না। কিন্তু অক্ষয়কে ছাড়া কি হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির কথা ভাবে যায়? রাজুকে আর পর্দায় দেখা যাবে না? এমনই নানা প্রশ্ন উঠেছে দর্শকমহলে।
প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরছেন এই ছবির হাত ধরে। তাই স্বভাবতই নতুন প্রোজেক্ট নিয়ে একটু তাড়াহুড়ো করছেন তিনি। ‘হেরা ফেরি’ তার সবচেয়ে পরিচিত ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: ‘আর একা পথচলা নয়’, প্রেমিকের থেকে আংটি উপহার, বিয়ের প্রস্তাবে রাজি দিব্য়া
একাধিক বলিউড সূত্র মারফত খবর ঘুরছে, ‘হেরা ফেরি থ্রি-এর কাস্টিং নিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে কাগজে কলমে সবটাই কথা হয়ে গিয়েছিল, কিন্তু আবার তা পরিবর্তন হতে পারে। বিগত কয়েক দিন ধরে ফিরোজ, অক্ষয় কুমারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন। সমস্ত মতভেদ দূর করে অবশেষে ফ্র্যাঞ্চাইজির কাছে ফিরিয়েও এনেছেন। তিনি বুঝেছেন চরিত্রটি কতটা আইকনিক এবং তিনি এ-ও স্বীকার করেছেন চরিত্রটিকে অন্য মাপকাঠিতে, নতুন উচ্চতা নিয়ে যাওয়ার কৃতিত্ব অক্ষয়েরই।’