
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আপতত মার্কিন মুলুকে অক্ষয় কুমার। ‘দ্য এন্টারটেনমেন্ট’ ট্যুরের জন্য নোরা ফতেহি, দিশা পাটনিদের মতো বলি সুন্দরীদের সঙ্গে সে দেশে পাড়ি দিয়েছেন আক্কি। অক্ষয় কুমার-দিশা পাটনিদের মার্কিন সফর শুরু হল শুক্রবার। এদিন জর্জিয়া স্টেটের রাজধানী আটলান্টায় পারফর্ম করলেন তাঁরা। গোটা অনুষ্ঠানের হাইলাইট ছিল লাল লেহেঙ্গায় নোরার সঙ্গে অক্ষয়ের নাচ!
হ্যাঁ, এদিন মঞ্চে বুক খোলা শিমারি ব্লেজার আর কালো প্যান্টের উপর লাল লেহেঙ্গা পরে কোমর দোলালেন অক্ষয়। যা দেখে চোখ গোলগোল নেটিজেনদের। ‘মেয় খিলাড়ি’ গানে নাচতে দেখা গেল দুজনকে। দিন কয়েক আগে মুক্তি পাওয়া ‘সেলফি’ ছবির গান এটি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আক্কির এই ছবি। যদিও গান কিন্তু সুপারহিট। এদিন সুপার হট নোরা ফতেহির দেখা মিলল লাল রঙা শর্ট স্কার্ট আর ডিপনেকের ব্লাউজে।
অক্ষয়ের এই ‘মেয়েলি’ অবতার দেখে নানা মুনির নানা মত। কেউ লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল’। অপর একজন লেখেন, রণবীর সিং এফেক্ট'। এক নেটিজেন লেখেন, ‘ছবি থেকে পয়সা না এলে, এইসব কাণ্ডই করতে হয়’। অনেকে আবার অক্ষয়ের সাহসিকতার তারিফও করেছেন।
এই ট্যুরের অংশ হিসাবে মার্কিন মুলুকে হাজির হয়েছেন মৌনি রায়, সোনাম বাজওয়া,অপারশক্তি খুরানাও। শনিবার অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের টিমের সদস্যদের। সেখানে ব্য়াকস্টেজে পারফরম্যান্স শুরুর আগে গায়েত্রী মন্ত্র জপ করতে দেখা গেছে অক্ষয়, মৌনি এবং অপরাশক্তি খুরনা-সহ ব্যাকগ্রাউন্ড ডান্সারদের। ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘চলুন, শুরু করি দ্য এন্টারটেনমেন্ট ট্যুর ভগবানের নাম নিয়ে’। ভিডিয়োর শেষে ‘গণপতি বাপ্পা’র নাম নিয়ে হুল্লোড় করতে দেখা গেল সকলকে।
আরও পড়ুন-গানের অ্যাওয়ার্ড শো'তে ব্রাত্য ‘X= প্রেম’, ক্ষুব্ধ সৃজিতের নিশানায় কারা?
দিন কয়েক আগেই এই ট্যুর নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। নিউ জার্সিতে অক্ষয়দের শো বাতিল হলে খবর রটে যায়, টিকিট বিক্রি না হওয়ার জেরে ক্যানসেল হয়েছে শো। যদিও পরে সত্যিটা সামনে আসে। জানা যায়, স্থানীয় প্রোমোটার নির্দিষ্ট সময়ে টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন শো-এর ভারতীয় প্রোমোটারদের। সেইজন্যই শেষ মুহূর্তে বাতিল হয়েছে শো।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)
6.88% Weekly Cashback on 2025 IPL Sports