বহুল প্রত্যাশিত 'সিংঘম এগেইন'-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। 'সিংঘম এগেইন'- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হয়েছে মুম্বইতে। কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অক্ষয় কুমার। অনুষ্ঠানে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তিনি একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর সহ-অভিনেতা এবং ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দেন।
তিনি ব্যক্তিগতভাবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, ছবিটির জন্য খুবই উৎসাহী। অভিনেতা দর্শকদের ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন, যেমনটা তাঁর ছবি 'সূর্যবংশী'-এর জন্য করেছিল। ট্রেলার লঞ্চের ভিডিয়ো বার্তায় অক্ষয় বলেন, ‘হাউসফুল থিয়েটার আমাদের আনন্দ দেয়। আমার মনে আছে মহামারী চলাকালীন ৫০ শতাংশ সিটের জন্য টিকিট বিক্রি করা যাচ্ছিল। তবুও দর্শকেরা আমার এবং রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’ দেখতে এসেছিলেন। আপনারা পাশে থাকলে এই ছবিও ব্লকবাস্টার হতে পারে। তাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে অনুগ্রহ করে 'সিংঘম এগেইন'- এর পাশে থেকে আবার এই ছবিকে ব্লকবাস্টার করে তুলুন।'
আরও পড়ুন: দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জমজমাট দুর্গা ঠাকুর দেখা, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই
অভিনেতা টাইগার শ্রফ এবং রণবীর সিং- এর কথা উল্লেখ করে বলেন, ‘আমার ভাই টাইগার শ্রফও এই ছবিতে আছেন। টাইগার নিজের কথা নিজে খুব একটা বলেন না। টাইগার কিছুটা লাজুক, এই কারণেই আমাদের সেখানে রণবীর সিংও রয়েছেন। আসুন আমরা এই মরসুমে একসঙ্গে আমরা দীপাবলি উদযাপন করি।’ তারপর তিনি অজয় দেবগণের উদ্দেশ্যে বলেন, 'অজয় আমি তোমাকে ভালোবাসি।'
ইতিমধ্যেই ছবির ৪ মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলার প্রকাশ্যে এসেছে। এটি এখনও পর্যন্ত বলিউডের দীর্ঘতম ট্রেলার। ট্রেলারে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের চরিত্রগুলিকে একসঙ্গে দেখা গিয়েছে। অজয় আইকনিক 'বাজিরাও সিংঘম'-এর চরিত্রে এবার ফিরছেন। রণবীর সিং ফিরছেন ‘সিম্বা’ হয়ে সঙ্গে ‘বীর সূর্যবংশী’ অক্ষয়। তবে এবারের বাড়তি পাওনা নতুন সংযোজন ‘লেডি সিংঘম’-এর ভূমিকায় দীপিকা পাড়ুকোন এবং ‘এসিপি সত্য’-এর ভূমিকায় টাইগার শ্রফ৷ তাছাড়াও চেনা ছন্দে ফিরছেন কারিনা কাপুর।
আরও পড়ুন: নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা সারেগামাপা খ্যাত সঞ্চিতার
ছবিটি মূলত মহাকাব্য ‘রামায়ণ’ থেকে অনুপ্রাণিত। অন্তত ছবির ট্রেলারে তেমনটাই আভাস। অজয়ের চরিত্র ভগবান ‘রাম’ এবং কারিনার চরিত্র 'মা সীতা'-এর থেকে অনুপ্রাণিত। এছাড়াও রণবীর সিংয়ের ‘পবন পুত্র হনুমান’ ও অক্ষয় কুমারের চরিত্র 'জটায়ূ'-এর থেকে অনুপ্রাণিত। আর এঁদের সকলের বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর, যার চরিত্র ‘রাবন’-এর আদলে গড়া।
বিরাট স্টার কাস্টের ভরা এই ছবি চলতি বছরের ১ নভেম্বর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে প্রক্ষাগৃহে। কথিত আছে দীপাবলিতেই নাকি অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন ভগবান রাম। সেই কথা মাথায় রেখেই রামায়ণ থেকে অনুপ্রাণিত এই ছবি দীপাবলিতে মুক্তি পেতে চলেছে।