বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi Reception: স্টার্টার থেকে মেন কোর্স, আদৃত-কৌশাম্বির রিসেপশনে এলাহি আয়োজন, মেনুতে কী কী ছিল?
বিয়ের পর্ব মিটেছে। আদৃত-কৌশাম্বি এখন নব দম্পতি। শনিবার দুপুরে ভাত-কাপড়ের অনুষ্ঠানের পর সন্ধ্যায় ছিল তাঁদের রিসেপশন পার্টি। জানা যাচ্ছে, এদিন দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোড লাগায়ো প্রিন্সটন ক্লাবে বসেছিল আদৃত-কৌশাম্বির রিসেপশন। সন্ধ্যা ৭টা থেকে সেই আসরে আমন্ত্রিত ছিলেন অতিথিরা।
আদৃত-কৌশাম্বির বিয়ের মতো, রিসেপশনেও আমন্ত্রিত ছিল টিম 'ফুলকি' থেকে টিম ‘মিঠাই’। ছিলেন টলিপাড়ার আরও অনেকেই। এদিন সকলের সামনেই 'থ্রি টিয়ার' কেক কেটে একে অপরকে খাইয়ে দিতে দেখা যায় আদৃত-কৌশাম্বিকে। সেই কেক অতথিদেরও দেওয়া হয়। সে তো নাহয় হল, তবে আদৃত-কৌশাম্বি রিসেপশনের মেনুতে কী কী ছিল?