টলিউডে কাজ করার পাশাপাশি আজকাল রাজনীতির ময়দানেও চুটিয়ে কাজ করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এবার চাঁচাছোলা আক্রমণ করলেন নিজের এক ফলোয়ার্সকে। যে কিনা গত কয়েকদিন ধরে একের পর এক পোস্টে অশালীন মন্তব্য করে চলেছেন। তাই শিক্ষা দিতে আইডি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তিকে তুলোধনা করলেন তিনি। যদিও ওই অভিযুক্তের এক নয় একাধিক প্রোফাইল আছে, যা দিয়ে তিনি আক্রমণ চালিয়ে গিয়েছেন।
জনৈক ব্যক্তির নাম শিলাদিত্য। একটি টেক্সট শেয়ার করেন অভিনেত্রী। যাতে লেখেন, ‘সবাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20-র কমেন্ট আমার আগের পোস্টে। সরি শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনার উচিত এবার অন্য মহিলাদের সম্মান দেওয়া শুরু করা। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে। @Siladitya410 এর আরেকটা আইডি। এবার অন্তত আপনার মুখটা বন্ধ করা উচিত।’ আরও পড়ুন: গা ঘিনঘিন করা ভিডিয়ো! দিল্লির ‘কুকুর ধর্ষণ’-কাণ্ডে গর্জে উঠলেন স্বস্তিকা
সঙ্গে পোস্ট করে লেখেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলাদের এভাবে অসম্মান কোনওভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’ আরও পড়ুন: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের
সায়ন্তিকার এই পোস্টে কমেন্ট করেছেন মিমি চক্রবর্তী। পরামর্শ দিয়েছেন, সাইবার সেলে অভিযোগ করার। সঙ্গে কমেন্টে সায়ন্তিকা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শিলাদিত্যর করা কমেন্টের স্ক্রিনশট দিতেও লজ্জা পাবেন না! বলে রাখা ভালো, সায়ন্তিকার পোস্টে কমেন্ট করা ওই দুটো আইডিই এখন ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া ট্রোলিং যত দিন যাচ্ছে মারাত্মক আকার নিচ্ছে। স্বস্তিকা থেকে মিমি-নুসরত, টলিউডের অন্য নায়িকারাও একাধিকবার সরব হয়েছেন। কখনও ধর্ম তুলে, কখনও রাজনীতি তুলে চলেছে আক্রমণ। তবে মাত্রা ছাড়া আশালীনতা যে কাম্য নয়, তা স্পষ্ট!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )