দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে দিল্লির রাস্তায় কুকুরকে ‘ধর্ষণ’ করছেন এক ব্যক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। এমন রুচীহীন কাজ ঘুম উড়িয়েছে অনেকেরই।
এবার এই ঘটনায় প্রতিবাদে সামিল হলেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বুধবার রাতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। আর তাতে লেখেন, ‘কুকুর ধর্ষণকাণ্ড দিল্লি। একটা ভিডিয়ো টুইটারে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটি কুকুরের উপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে প্রকাশ্যে। হরিনগর থানার পুলিশ ইন চার্জ এফআইআর নিতে রাজি নন। কোনও মিডিয়া হাউজও এই নিয়ে নিউজ কভার করবে না কারণ তারা কুকুরের নামে নেতিবাচক খবর দেখাতেই পছন্দ করে। দয়া করে পাশে থাকুন। দিল্লি পুলিশকে ট্যাগ করুন।’ সঙ্গে নিজের পোস্টে সেই ভিডিয়োটিও জুড়ে দেন স্বস্তিকা। আরও পড়ুন: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের
দিল্লির হরি নগরের একটি পার্কে ঘটেছে এই ঘটনা। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে কুকুরটির উপর অত্যাচার চালাচ্ছে এক ব্যক্তি। যদিও ভিডিয়োতে শনাক্ত করা যায়নি অভিযুক্তকে। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হন স্থানীয়রা। কুকুরের উপরে অত্যাচারে প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ প্রথমে এফআইআর নিতে না চাইলেও পরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭/১১ নং ধারায় পশু আইনের আওতায় মামলা রুজু করা হয়। ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তের খোঁজ তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।
প্রতিবাদে সামিল হয়েছেন নেট-নাগরিকরাও। এক ব্যক্তি স্বস্তিকার পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘তাহলে তো বারবার প্রমাণ হয়ে যাচ্ছে মানুষ একটা নিকৃষ্ট জীব। পৃথিবীর সব খারাপ কাজই এর দ্বারাই হয়। মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে, কেন আমরা মানুষরা এখনও আছি এই দুনিয়াতে, বিলুপ্ত হয়নি ডায়নোসরদের মতো!’ আরেকজন লিখলেন, ‘সব খারাপই কি দিল্লিতেই হয়? ওখানের মানুষদের মধ্যে কি আলাদা পাওয়ার আছে? ছি! জঘন্য।’ তৃতীয় জনের কমেন্ট, ‘আমরা তো আজকাল গো মাতা ছাড়া কোনও প্রাণীকে গ্রাহ্যই করি না। কুকুরের সঙ্গে হওয়া এই জঘন্য ঘটনা নিয়ে সত্যি কে-ই বা মাথা ঘামাবে!’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )