বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaya Bachchan Birthday: জয়ার জন্মদিনে ফের জলঘোলা! শাশুড়ির থেকে মুখ ফিরিয়ে ঐশ্বর্য, শুভেচ্ছা অভিষেকের
৭৬-এ পা দিলেন জয়া বচ্চন। নেটপাড়ায় ‘রাগী আন্টি’ কিংবা ‘খিটখিটে’ হিসাবেই পরিচিয় বচ্চন ঘরণী। তবে সেই নিয়ে একবিন্দু মাথাব্যাথা নেই তারকা সাংসদের। তিনি নিজের শর্তেই জীবন বাঁচেন। আলোচিত্রীদের ক্যামেরা দেখলে খেঁকিয়ে ওঠাটাই জয়ার স্বভাবসিদ্ধ আচরণ। আসলে জয়া বচ্চন মানেই মেজাজ সপ্তমে। সোশ্যাল মিডিয়ায় যাঁকে ঘিরে এতচর্চা তিনি সমাজ মাধ্যম থেকে দূরেই থাকেন তিনি। আরও পড়ুন-বচ্চন পরিবারে চিড়! 'বাদ' ঐশ্বর্য-আরাধ্যা, মেয়ে-নাতনির সঙ্গে হোলি কাটল অমিতাভ-জয়ার