বাংলা নিউজ > বায়োস্কোপ > পাঁজরে দাঁড়ের শব্দে বাজে শঙ্খ ধ্বনি: স্মৃতিতে শঙ্খ ঘোষ

পাঁজরে দাঁড়ের শব্দে বাজে শঙ্খ ধ্বনি: স্মৃতিতে শঙ্খ ঘোষ

স্মৃতির পাতায় কবি। 

বাংলা সাহিত্যের কোল খালি করে চলে গেলেন এযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। ব্যক্তিগত স্মৃতিচারণায় তাঁরই কলেজের একালের এক পাঠক।

লেখক:সরিফুল মিস্ত্রী, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী

তখন আমরা প্রেসিডেন্সি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। শুনলাম কবিতার এক আলাপচারিতায় যোগদান করতে আসবেন কবি শঙ্খ ঘোষ। খবরটা শুনে প্রথমে ভাবলাম আমাদের কবিতা-প্রীতির গভীরতা মাপতে ম্যামেরা নিছকই রসিকতা করছেন। পরদিন সকালে ডিপার্টমেন্টে ঢুকতেই দেখি সাজ সাজ রব। ঘড়ির কাঁটা মিলিয়ে এলেন তিনি। সাংস্কৃতিক অক্ষয়ের যুগে রবীন্দ্রনাথ-জীবনানন্দদের শেষতম প্রতিনিধি-- শঙ্খ ঘোষ। একেবারে সামনে তিন চার হাত দূরত্বে বসে কবি তখন বলে চলেছেন নিজের কবিতার কথা, আধুনিক কবিতার সম্ভাবনার কথা। ঘোরের মধ্যে আমি তখন মিলিয়ে নিচ্ছি 'কবির বর্ম' বা 'এ আমির আবরণে' লেখা তাঁর প্রত্যেকটা শব্দ। এই শব্দই ছিল কবির বর্ম তাঁর ধর্ম। সেমিনার শেষে ডিপার্টমেন্টের বারান্দায় এসে বসলেন। ধীর পায়ে একটা ডায়ারি নিয়ে তার কাছে গেলাম। কিছু লিখে দিতে হবে-- এটাই আবদার। চশমার পুরু লেন্সে জানালার বাইরে অপলক তাকিয়ে রইলেন কিছুক্ষণ। "চুপ করো, শব্দহীন হও"--এর নীরব নির্দেশে দাঁড়িয়ে রইলাম আমি। খাতায় চোখ নামিয়ে কবি লিখলেন—

"একটি কথা রইল বাকি/অন্য কোন দিনের জন্য।" 

এরপর বাঙালির সামাজিক রাজনৈতিক জীবনে এক বিস্তর পরিবর্তন এলো। বাম-মনস্ক বুদ্ধিজীবীর বিজ্ঞাপনী মুখ ছিলেন যে শঙ্খ ঘোষ, তিনি কেন সরকারের সমালোচনা করে পথে নামলেন বা কলম ধরলেন বলে রে রে করে উঠলেন অনেকে। কবি স্থির। ক্রান্তদর্শী কবি নিশ্চল থাকেন এসবে। আগেই লিখেছেন—

"ও এমন একই সঙ্গে দু'রকম কেন?-- ওরা ভাবে" ('গুল্ম, ইথার'--শঙ্খ ঘোষ)। 

ওঁদের এই ভাবনা কোনদিনই নিয়ন্ত্রণ করতে পারেনি কবির কলমকে। আর তাই বর্তমানের দলতন্ত্রীয় স্বৈরাচারিতা নিন্দিত হয় কবির উচ্চারণে--

"ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে/ প্রশ্ন করো তুমি কোন দলে।/............................... রাতে ঘুমোবার আগে ভালোবাসার আগে/ প্রশ্ন করো কোন্ দল, তুমি  কোন্ দল?" ('তুমি কোন দলে'-- শঙ্খ ঘোষ) 

'বাবরের প্রার্থনা'র কবির কাছে এ-উচ্চারণ অনেকের মনে হতে পারে বড্ড বেশি সরাসরি, বড্ড বেশি লাউড— শঙ্খ ঘোষের সঙ্গে যায় না। কবিতার উচ্চারণ হিসেবে কথাটা কিছুটা ঠিক হয়ত কিন্তু 'কবিতা' বা 'গল্প' তো ভীষণভাবেই সমাজের প্রতিচ্ছবি, সমাজেরই ন্যারেটিভ। সে দিক দিয়ে দেখলে শঙ্খ ঘোষই যে 'যুগের বিবেক' তা মেনে নিতে সমস্যা থাকে না। আর তাই শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকিয়ে যাওয়া অঙ্গনে দাঁড়িয়ে তিনি লেখেন—

"গোধূলি রঙিন মাচা, ও পাড়ায় উঠেছে আজান/ এ দাওয়ায় বসে ভাবি দুনিয়া আমার মেহমান।/ এখনও পরীক্ষা চায় আগুন-সমাজ।/এ-মাটি আমারও সেকথা সবার সামনে কীভাবে/ প্রমাণ করব আজ।" ('মাটি' শঙ্খ ঘোষ)

আজকের ভারতবর্ষের জনবিরোধী নাগরিক আইন বিলের প্রতিবাদে এই কথাগুলি অজস্র মানুষের ভিতরকার কান্নাকে নিংড়ে বের করে আনে।

আজ শঙ্খ ঘোষের চলে যাওয়ার দিনে মনে পড়ছে অজস্র কথা। শেষ করব এক বছর আগের একটা ঘটনা দিয়ে। ব্যক্তিগত কাজে যেতে হয়েছিল কবির সল্টলেকের আবাসনে। কবি তখন স্নানোদ্যত। বললাম একটু কথা বলে যেতাম। অগত্যা, পাঞ্জাবি গায়ে গলিয়ে এলেন নিজের লেখালিখির ঘরে। ঘরের দেওয়াল বলতে রাশি রাশি বইয়ের সেলফ। সামনের টেবিলের উল্টোপিঠে এ কালের শ্রেষ্ঠ কবি। বললেন— "একটু তাড়াতাড়ি উঠতে হবে, অন্যদিন কথা হবে।" জানতাম এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু কোন রকম সুযোগ হাতছাড়া করতে চাইনি। ব্যাগে কলেজের সেই ডায়ারিটা নিয়ে এসেছিলাম। বার করে সেদিনের লেখাটা সামনে ধরলাম— "একটি কথা রইল বাকি/ অন্য কোন দিনের জন্য।" বললাম, "আজ সেই দিন।" 

স্বভাবগম্ভীর কবি মুচকি হাসেন। কয়েকটি কবিতা এবং রবীন্দ্রনাথের নাটক বিষয়ে কিছু জিজ্ঞাস্য ছিল, কথা হল সে বিষয়ে। এমনিতে পড়াশোনা কম, তায় অত বড় লেখকের সামনে। ভয়ে গুটিয়ে আছি। কিছুক্ষণ কথা বললেন। শুনলাম। শুনতে শুনতে মনে পড়ছিল তাঁর লেখা কিছু কথা—

"রবীন্দ্রনাথের 'রাজা' প্রত্যক্ষ বাচনেই অন্ধকারের রাজা, যে-রহস্যময় অন্ধকারের সঙ্গে 'আমাদের নিজের নিজের মতো ক'রে সম্পর্ক স্থাপন করতে হয়' আর 'সেই কঠিন অন্ধকারের অনুভব না হ'লে বাইরের পৃথিবীর এই চঞ্চল বসন্তোৎসবের মধ্যে রাজা কে চিনে নেওয়া যায় না। তাই জীবনের সেই ভীষণকে জানতেই হয়। যে-ভীষণ কঠিন, নির্দয়, নৈব্যক্তিক।" ('এই শহরের রাখাল'-- শঙ্খ ঘোষ)।

এই অপ্রিয় সত্যের, হৃদয়ের বদ্ধ দ্বার উদঘাটকের নামই আমার কাছে শঙ্খ ঘোষ। যিনি বাংলা সাহিত্য এবং বাঙালি সমাজ নামক গ্রহের কাছে ছিলেন সূর্যস্বরূপ--

"মাঝে মাঝে মনে হয় তুমি এ গ্রহের কেউ নও। /মেঘের ভিতরে আলো। দুহাতে সবুজ রেখা নিয়ে/ বসে আছো সানুমূলে। আমি চাই আমাকে ঘিরেই/ উঠুক তোমার ছায়াপথ। / যে-শুশ্রূষা জেগে ওঠে তোমার দু'চোখে, আমি চাই/ তার সবখানি আজ আমার শরীরে এসে বিন্দু হয়ে যাক।/ তারপরে তুমি নেই।/ তুমি আছো মাটিতে পাথরে/ ঘাসের শিহরে বৃষ্টি জলে---/

 তুমি এ গ্রহের নও তবু তোমারই এ গ্রহ।"

বায়োস্কোপ খবর

Latest News

গরমে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ! সবুজ রাখতে শুধু এই ৫টি টিপস মেনে চলুন 'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা দিল্লিতে জয়শংকর, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং মোদীর, কাশ্মীরে কী পরিস্থিতি? প্রয়াণের মাত্র ৩৭ দিন আগে অস্কার পান সত্যজিৎ, কী বলেছিলেন হাসপাতালের বেডে শুয়ে? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ সৌদির সফর ছেঁটে বুধে দিল্লি ফিরলেন মোদী, এসেছে ট্রাম্পের ফোন, নেতানিয়াহুর বার্তা একটি ফ্রিজ কত বিদ্যুৎ খরচ করে? নিয়মিত ফ্রিজ চালিয়েও বিদ্যুৎ বিল বাঁচাবেন কীভাবে? ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের জঙ্গিদের মুখে ছিল মোদীর প্রতি তিরস্কার? কেউ বললেন,'গুলি চালানোর আগে…' কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত

Latest entertainment News in Bangla

'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের ৪০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের কেশরী চ্যাপ্টার ২, কী হাল জাট-সিকান্দরের? বক্স অফিসে ঝড় তুলছে কেশরী ২! ৪ দিনে টপকে গেল ইমার্জেন্সি ও দেবা-কে, কত হল আয়? মরে গেল কথা,বউ হারিয়ে মদ্যপ এভি! এবার কি সাহেবের জন্য সুস্মিতার বদলে নতুন নায়িকা রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক ২৮শেও অটুট সৌরভ-ডোনার দাম্পত্য! ‘খুব ধৈর্য ওঁর…’ স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ দাদা আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু? মা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! বউয়ের থেকে বর ৮ বছরের ছোট, বলুন তো কোন বলি তারকা? প্রেমে করছেন সায়ক? ‘মা কেও জানিয়েছি…', নায়িকার সঙ্গে ছবি দিয়ে লিখলেন অভিনেতা

IPL 2025 News in Bangla

মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.