তিনি সুপারস্টার, দেবের অনুরাগীর সংখ্যা তাই অসংখ্য। তাঁকে একটিবার ছোঁয়ার জন্য, দেখার জন্য অধীর অগ্রহে অপেক্ষা করে থাকেন বহু অনুরাগী। মনে মনে তাঁকে ভালোবেসেছেন, তাঁকে বিয়ের স্বপ্ন দেখেন এমন মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, আর দেব যেখানে অবিবাহিত, তাই এমন স্বপ্ন দেখাটা খুব স্বাভাবিক নয়কি!
সম্প্রতি দেবের প্রচারে নিজের স্বপ্নটা পূরণ করেই ফেললেন এক তরুণী। ভোটের জন্য এই মুহূর্তে নির্বাচনীয় প্রচারে ব্যস্ত রয়েছেন দেব। নিজের নির্বাচনী এলাকা ঘাটাল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন তিনি। নিত্যদিনের মতোই এদিনও প্রচারে বের হয়েছিলেন, ঠিক তখনই দেবকে সামনে পেয়ে টুক করে তাঁর গলায় মালা পরিয়ে দেন এক তরুণী। এরপর সকলকে ঠেলে দিয়ে দেবের কাঁধে মাথা রেখে ছবিও তুলে ফেলেন ওই মেয়েটি। দেবও তখন নিজের লাজুক হাসি লুকোতে পারলেন না। সেই মুহূর্তটিই উঠে এসেছে টলি অনলাইনের ক্যামেরায়।
তবে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, সেবিষয়টি স্পষ্ট নয়। তবে প্রচারের জন্য এই মুহূর্তে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই যেতে দেখা যাচ্ছে দেবকে। যে ভিডিয়ো দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘দেবের বিয়েটা তবে হয়েই গেল!’ অনেকেরই প্রশ্ন ‘রুক্মিণী কি এই ভিডিয়ো দেখেছেন?’ নাহ এর উত্তর অবশ্য মেলেনি।