বেনারসে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক প্রেমিকা তাঁর প্রেমিকের কাছে আবদার রেখেছিলেন পুষ্পা ২ দেখার। কিন্তু তাতে রাজি হয়নি সেই প্রেমিক। আর তার জেরে মেয়েটি আত্মহত্যা চেষ্ট করে বলে দাবি করা হচ্ছে। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এরা শহরে বেড়াতে এসেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএইচইউ-এর ছাত্রী, মেয়েটি তার প্রেমিকের সাথে উত্তপ্ত তর্কের পরে একটি হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেয়। রিপোর্ট অনুযায়ী, মেয়েটিকে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ প্রেমিককে আটক করেছে, এবং ঘটনার তদন্ত চলছে।
এদিকে, ভারতে রমরমিয়ে চলছে পুষ্পা ২। তৃতীয় শুক্রবারে এসেও প্রায় ১২.১১ কোটি টাকা সংগ্রহ করেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার সিনেমা, যার ফলে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১০০২.৭১ কোটি টাকা। ছবিটি প্রথম সপ্তাহে ৭২৫.৮ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৪.৮ কোটি টাকা নেট সংগ্রহ করেছে।
অন্য দিকে আল্লু-রশ্মিতার জুটির পুষ্পা ২-র বিশ্বব্যাপীও আয় দুর্দান্ত। ছবিটি মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করে ফেলে।
'পুষ্পা ২: দ্য রুল'-এর ওটিটি রিলিজ কবে?
ছবিটি পর্দায় আসার আগেই ঘোষণা করা হয়েছিল যে নেটফ্লিক্স ছবিটির ডিজিটাল অধিকার অর্জন করেছে। যদিও সম্প্রতি গুজব ছিল যে পুষ্পা ২ জানুয়ারিতে ওটিটিতে মুক্তি পাবে। ছবিটির প্রযোজক, মিথ্রি মুভি মেকার্স এই গুজবগুলির অবসান ঘটিয়েছেন। শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) তারা লেখেন, '#Pushpa2TheRule ওটিটি রিলিজ নিয়ে গুজব ছড়াচ্ছে। এই বৃহত্তম ছুটির মরসুমে কেবল বড় পর্দায় #Pushpa2, সবচেয়ে বড় সিনেমাটি উপভোগ করুন। ৫৬ দিনের আগে কোনও ওটিটিতে এটি চলবে না! দেখতে পারবেন কেবল বিশ্বব্যাপী থিয়েটারে #WildFirePushpa।
আল্লু অর্জুনর গ্রেফতারি
ছবির প্রিমিয়রে এক থিয়েটারে আল্লু ও ছবির কাস্ট উপস্থিত হলে, যে মাতামাতি শুরু হয়, তাতে পদপিষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু হয়। আর সেই মামলায় ১৪ ডিসেম্বর গ্রেফতর হন আল্লু। ১৪ তারিখ গ্রেফতারের পর আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের হেফাজতের আদেশ আসে, পরে যদিও তেলেঙ্গানা হাইকোর্ট তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবুও সেই রাতটা জেলেই কাটে ‘পুষ্পারাজ’-এর।
ঘটনাস্থলে ৩১ বছরের সেই মহিলার মৃত্য হলেও, তাঁর ৯ বছরের ছেলে এখনও সঙ্কটজনক। যা নিয়ে ইতিমধ্যেই চিন্তা প্রকাশ করেছেন আল্লু। তিনি আহত ছেলেটির চিকিৎসার ও মৃতার পরিবারের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও করেছেন।