বিধানসভা ভোটের ফল যাই হোক না কেন, কোনও অবস্থাতেই বিজেপি বা তৃণমূলকে সমর্থন করবে না বামেরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গত বুধবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী যদিও ভোটের পর তৃণমূল ও সংযুক্ত মোর্চার সরকারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেছিলেন, ‘রাজনীতি সম্ভাবনার খেলা।’এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, ‘ভোটের পর তৃণমূল - বিজেপি পরস্পরের হাত ধরতে পারে। তাই মানুষের কাছে অনুরোধ তারা যেন মিলিতভাবেও সংখ্যাগরিষ্ঠতা না পায়। বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ – ওপিঠ। আর যদি ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয় তবে বামেরা বিজেপি বা তৃণমূল কাউকেউ সমর্থন করবে না।’ এর কারণও ব্যাখ্যা করেছেন সূর্যবাবু। তিনি বলেন, ‘তৃণমূল বারবর বলে এসেছে তাদের লড়াই বিজেপির সঙ্গে RSS-এর সঙ্গে নয়। ওদিকে বিজেপিকে চালায় RSS-ই। তৃণমূল – বিজেপি জোট বেঁধেও যাতে ৫০ শতাংশ আসন পা পায় তা নিশ্চিত করতে হবে মানুষকে। আমাদের লক্ষ্য এদের দুজনকেই পরাস্ত করা।’ বুধবার প্রেস ক্লাবেই অধীর চৌধুরী বলেছিলেন, ‘এমনও হতে পারে সংযুক্ত মোর্চা ক্ষমতা দখল করতে যাচ্ছে আর তৃণমূল তার সঙ্গী হল।’ এর পরই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ভোটের পর তৃণমূলকে সমর্থন করতে পারে বাম – কংগ্রেস – ISF জোট? এদিন বামেরা এব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট করলেও পরিষ্কার হল, তৃণমূলকে সমর্থন করার মতো মূলগত বিষয়েও বিভাজন রয়েছে জোটে।