ভোটার কার্ড নেই? চিন্তা করবেন না, অনায়াসে দিতে পারবেন ভোট, কীভাবে জেনে নিন
1 মিনিটে পড়ুন Updated: 26 Apr 2021, 09:18 AM IST- ) যান।
২) স্ক্রিনের ডানদিকে 'Download e-EPIC'-এ ক্লিক করুন।
৩) নয়া পেজ খুলে যাবে। সেখানে 'Download e-EPIC Card'-এ ক্লিক করুন।
৪) আরও একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে 'e-EPIC Download'-এ ক্লিক করুন।
৫) ‘Username’ এবং ‘Password’ দিয়ে লগ-ইন করুন। যদি না অ্যাকাউন্ট থাকে, তাহলে 'Don't have account, Register as a new user'-এ ক্লিক করুন। তারপর নিজের তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর লগ-ইন করুন।
৬) লগ-ইনের পর নিজের ভোটার কার্ডের নম্বর দিন এবং রাজ্য বেছে নিন।
৭) তারপর ই-এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন।
তবে কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা গত বছর নভেম্বরে স্পেশাল সামারি রিভিশনের সময় জন্য নতুন করে নথিভুক্ত হয়েছেন (মোবাইল নম্বর থাকবে), তাঁরাই আপাতত ই-এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। বাকি ভোটারদের শীঘ্রই সেই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।