বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে স্বচ্ছ্ব প্রশাসন, স্বচ্ছ্ব নিয়োগ ও বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পড়ার ব্যবস্থা হবে। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলায় পুলিশ ও প্রশাসনের ওপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে। তা পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করবে বিজেপি সরকার। এদিন মোদী বলেন, ‘বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে স্থানীয় প্রশাসন পরিচালনায় গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় প্রশাসন যাতে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করে সেদিকে নজর দেবে আমাদের সরকার।’সঙ্গে রাজ্য প্রশাসনেও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রাজ্য প্রশাসন ও পুলিশের ওপর মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ভরসা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হবে। সরকারি চাকরির পরীক্ষা, প্রশিক্ষণ ও নিয়োগে স্বচ্ছতা আনবে বিজেপি।’সঙ্গে মোদীর প্রতিশ্রুতি, ‘বিজেপি ক্ষমতায় এলে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও ডাক্তারি বাংলায় পড়ানোর ব্যবস্থা হবে। যাতে বস্তির বাসিন্দা গরিবের সন্তানও ইংরাজি জানে না বলে পিছিয়ে না থাকে।’ সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কিল ইন্ডিয়ার অধীনে বাংলায় যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকর করতে বাংলায় তৎপর হবে বিজেপি সরকার’।