
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে ভোটের ফল প্রকাশের ২৪ ঘণ্টা আগে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। উল্লেখ্য, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ‘বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি’। উল্লেখ্য, তিনি ইভিএম সরানোর বিষয়ে বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন। এরপরই বারাণসীর কমিশনার প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বীকার করে নেন যে প্রোটোকল-এ কিছুটা ফাঁক ছিল। গোটা পরিস্থিত নিয়ে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনৈতিক জমি।
বারাণসীর কমিশনার দীপক আগরওয়াল বলেন, ‘আপনারা যদি ইভিএম-এর প্রোটোকল নিয়ে কথা বলেন, তাহলে আমি বলব, হ্যাঁ প্রোটোকলে কিছু ফাঁক ছিল। আমি স্বীকার করছি সেটা। তবে এটা আমি গ্যারান্টি দিতে পারি যে, ভোটের মেশিন কিছুতেই নিয়ে চলে যাওয়া সম্ভব নয়। ’ একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতারা বাইরে বসে স্ট্রং রুমের দিকে কড়া নজর রাখতেই পারেন, সন্দেহ থাকলে। এদিকে ব বারাণসীর কমিশনারের বক্তব্যের ভিডিয়ো টুইট করে সমাজবাদী পার্টি সরব হয়েছে। অখিলেশ শিবির ইতিমধ্যেই ১০ মার্চ ভোটের ফলাফল গণনার সরাসরি সম্প্রচার ওয়েব কাস্টিং এর মাধ্যমে করার জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনের কাছে। উল্লেখ্য, সপা এর আগে বারাণসীর ঘটনা নিয়ে কমিশনের কাছে পদক্ষেপ দাবি করে। এরপর গণনা ঘিরে ওয়েবকাস্টিংয়ের দাবিতে সরব হয়েছে অখিলেশ শিবির।
প্রসঙ্গত, রাত পোহালেই উত্তরপ্রদেশ সহ দেশের ৫ রাজ্যে ভোটের ফলাফল ঘোষিত হবে। তার আগে উত্তরপ্রদেশের রাজনীতি কার্যত কাঁপিয়ে দিয়েছে অখিলেশ যাদবের অভিযোগ। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ ভোটের বুথ ফেরত সমীক্ষা। সেখানে দেখা গিয়েছে, বেশিরভাগ সমীক্ষাই বলছে, গঙ্গাপাড়ে গোবলয়ের এই রাজ্যের তখতে ফের একবার যোগী সরকার ফিরছে। তবে শেষ হাসি বাস্তবে কে হাসে, তার জবাব দিতে চলেছে ১০ মার্চ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports