সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ, সোমবার সকাল ৭টা থেকে মানুষ ভোট দিতে আসছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টে পর্যন্ত। আজই বিধানসভা নির্বাচন মেঘালয় এবং নাগাল্যান্ডেও। গত ২৯ ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা উপনির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন। তাই আজ, সোমবার সকাল থেকে কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে উপনির্বাচন শুরু হল।
আজ ন’জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় আড়াই লক্ষ ভোটার। মোট ২৪৬টি বুথে আধাসেনা ও রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি বুথেই সিসি ক্যামেরার নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট চলাকালীন লাইভ ওয়েব কাস্টিং চলছে। উপনির্বাচনে ৪৪টি ‘ক্রিটিক্যাল’ বুথের দিকে বাড়তি নজর থাকছে নির্বাচন কমিশনের। ২৪৬টি বুথকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। কোথাও কোনও অশান্তির খবর পেলেই রেসপন্স টিমের গাড়ি ছুটবে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম–কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস এবং বিজেপির প্রার্থী দিলীপ সাহা।
এদিকে উত্তর–পূর্বের নাগাল্যান্ড–মেঘালয় দুই রাজ্যেই ৬০টি করে আসন। নাগাল্যান্ডে ক্ষমতায় ছিল এনডিপিপি–বিজেপি এবং মেঘালয়ে ছিল এনপিপি–বিজেপি জোট সরকার। এবার মেঘালয়ে বড় শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ধারাবাহিক সফর করেছেন। মেঘালয় নিয়ে ভাল ফল করার আশা করছেন তাঁরা। তবে একটু আগে সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বুথের ভিতরে প্রবেশ করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।