সন্দেশখালির অরাজনৈতিক গণআন্দোলনে এখন পুরোপুরি রাজনীতির বোড়ে। প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করে সন্দেশখালিকে লোকসভা ভোটের ইস্যু করে তুলেছে বিজেপি। একই পথে হেঁটে সেখানকার প্রাক্তন বিধায়ককে প্রার্থী করেছে সিপিআইএম। রাজনীতির এই দড়ি টানাটানির মধ্যে সন্দেশখালিতে তৃণমূলে যোগদান করলেন প্রতিবাদীদের একাংশ। শনিবার মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নেন তাঁরা।
শনিবার সন্দেশখালির পাত্রপাড়ায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় তৃণমূলে যোগদান করেন পাত্রপাড়ার বেশ কয়েকজন প্রতিবাদী মহিলা। তবে ওই সভায় ছিলেন না প্রার্থী নিজে।
কী বলছেন তৃণমূলে যোগদানাকরী প্রতিবাদীরা
তৃণমূলে যোগদান নিয়ে এক মহিলা বলেন, ‘আমাদের অরাজনৈতিক আন্দোলনে BJP রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়েছে। আমরা ভেবেছিলাম সবাই একজোট হয়ে থাকব। কিন্তু বিজেপি রেখা পাত্রকে প্রার্থী করে তাদের মতলব বুঝিয়ে দিয়েছে। এতে আমাদের আন্দোলন রসাতলে গেছে। তাই আমরাও এবার তৃণমূলে যোগদান করলাম।’
আস্থা ফিরছে তৃণমূলে, দাবি মন্ত্রীর
মন্ত্রী সুজিত বসু বলেন, ‘সন্দেশখালিতে কিছু ঘটনা তো ঘটেছে। তাতে অভিযুক্তদের গ্রেফতারও করেছে রাজ্য পুলিশ। এখানে যে অন্যায় হয়েছিল দিদি তার প্রতিকার করেছেন। জোর করে দখল করা জমি ফিরিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আদিবাসীদের জমি দখল করা চলবে না। এর পর তৃণমূলের ওপরে মানুষের আস্থা ফিরেছে। ভুল বোঝাবুঝি মিটে গেছে।’