ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই ইভিএম বহনকারী বাসে হঠাৎ আগুন লেগে গিয়েছিল। যার ফলে নষ্ট হয়ে গিয়েছিল ৪টি ইভিএম। মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের সেই ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই ৪টি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামীকাল ১০ মে অর্থাৎ শুক্রবার এই ৪টি বুথে পুনরায় ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন:EVM বদলের চক্রান্তের অভিযোগ খোদ BJP প্রার্থীর, DMকে কাঠগড়ায় তুললেন খগেন মুর্মুর
এই কেন্দ্রে তৃতীয় দফায় ভোট হয়েছিল। বেতুল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের পরে বাসটি নির্বাচনী কর্মীদের এবং ইভিএম নিয়ে যাচ্ছিল। এরপর মঙ্গলবার রাত ১১ টার দিকে গোলা গ্রামের কাছে পৌঁছতেই বসে আগুন লেগে যায়। এতে কয়েকটি ইভিএম ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরে দেখা যায় সব মিলিয়ে ৪ টি ইভিএম আগুনে পুড়ে গিয়েছিল।
বেতুলের জেলা শাসক নরেন্দ্র সূর্যবংশী জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দাখিল করা হয়েছিল। এর পর বুধবার এই কেন্দ্রের ৪টি বুথে পুনঃনির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই বুথগুলি মুলতাই বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত। সেখানে আগামীকাল সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণের কথা জানানো হয়েছে।