একদা সাড়া পেলেও অধুনা তাল মিলছে না। আসন সমঝোতার প্রশ্নে আইএসএফ এখন বেশ দর হাঁকাচ্ছে। এই পরিস্থিতি অনুভব করতে পেরেছে সিপিএম। আর তাই এখন দূরত্ব বাড়াতে শুরু করল সিপিএম। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি এখনও প্রতিদ্বন্দ্বী খুঁজে পাননি। কারণ কেউ প্রার্থী দেয়নি। পরে দেবে ধরে নেওয়া হচ্ছে। অভিষেকের বিরুদ্ধে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়ার প্রস্তাবে সমর্থন করেছিল সিপিএম। কিন্তু এখন স্পষ্ট জবাব মিলছে না আইএসএফের পক্ষ থেকে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে আইএসএফ–কে বাদ দিয়েই লোকসভা নির্বাচনের ছক কষা শুরু করতে চাইছে সিপিএম। এমনকী আইএসএফের জন্য ধরে রাখা আসন এখন কংগ্রেসের সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে চাইছে তারা।
এদিকে আসন সমঝোতার প্রক্রিয়া চলার সমযই রাজ্যের ৮টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে আইএসএফ। এই একক সিদ্ধান্ত নেওয়া আইএসএফের সঙ্গে তাই দূরত্ব বাড়াতে চাইছে সিপিএম। শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদা দক্ষিণের মতো আসন থেকে আইএসএফ’কে প্রার্থী তুলে নেওয়ার বার্তা দিয়েছিল সিপিএম। বারবার আইএসএফের সঙ্গে আলোচনাও হয়েছিল। সেখানে কংগ্রেসের জন্য কেন্দ্র ছেড়ে আইএসএফের জন্য তিনটির বেশি আসন ছাড়া কঠিন বলে জানানো হয়। এমনকী বলা হয়েছিল, ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হলে সিপিএম–কংগ্রেস তাঁকে সমর্থন করবে। কিন্তু তারপরও সাড়া মেলেনি বলে সিপিএম সূত্রে খবর। তাই এবার নওশাদদের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে মুজফফ্র আহমেদ ভবন।
আরও পড়ুন: রাজ্যপাল–শুভেন্দু অধিকারী বিধ্বস্ত জলপাইগুড়িতে যাচ্ছেন, রাতেই মমতা মানুষের পাশে
অন্যদিকে সিপিএম এখন ডায়মন্ডহারবার লোকসভা আসনে প্রার্থী করতে চাইছে রাজ্য কমিটির সদস্য তথা এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক–উর রহমানকে। তিনি আগে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে এখনও পর্যন্ত বাংলায় ৩১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আবার কংগ্রেসের সঙ্গে নতুন করে কথা বলবেন বাকি আসনগুলির জন্য বলে সূত্রের খবর। দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরাহনগরের উপনির্বাচনে প্রার্থী নিয়েও কংগ্রেসের সঙ্গে কথা বলা হবে। তবে নওশাদ সিদ্দিকীর বক্তব্য, ‘আমরা ৮টি আসনে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থের কথা মাথায় রেখে ৮টিতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। দু’টি বড় দল যদি আমাদের ‘সাইড’ করার চেষ্টা করে তাহলে তখন আমরা আটের জায়গায় দ্বিগুণ বা তারও বেশি জায়গায় প্রার্থী দেব।’