লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) হাতিয়ার করে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে আসছেন। আর সিএএ দেশে কার্যকর হওয়ার পর থেকে আরও জোরদার আক্রমণে নেমেছেন। এবার সিএএ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সিএএ-কে ‘বিভাজনের স্কিম’ বলে মেয়র আক্রমণ করেছেন।
আরও পড়ুনঃ মাথায় পট্টি নিয়ে গার্ডেনরিচে মমতা, নিজের এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে কী বললেন মেয়র?
রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামে দলীয় কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, সিএএ হল মোদী সরকারের বিভাজনের স্কিম। এর মাধ্যমে হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভাজন করা হচ্ছে। কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে ফিরহাদ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের প্রশংসা করে তিনি সিএএ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। ফিরহাদ বলেন, লোকসভার আগে বিজেপি 'বিভাজনের প্রকল্প' সিএএ কার্যকর করল।
ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায় এবং দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ আলি। ছিলেন জেলার দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সি-সহ সমস্ত বিধায়ক, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। এছাড়াও ছিলেন দলের জেলা ও শাখা সংগঠনের নেতারা।