সপ্তম তথা শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশন আরও কড়া নির্দেশিকা জারি করেছে। কমিশন সূত্রে জানা গেছে, আগামী শনিবার ভোটগ্রহণের সময় বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। প্রিসাইডিং অফিসারদের নিশ্চিত করতে হবে যে, ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে। এ নিয়ে কোনও গাফিলতি সহ্য করা হবে না বলেও জানিয়েছে কমিশন।
কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে প্রিসাইডিং অফিসারকে তার উপযুক্ত জবাব দিতে হবে। কমিশন জানিয়েছে, ওয়েবকাস্টিং বন্ধ থাকার বিষয়ে প্রিসাইডিং অফিসারের জবাব সন্তোষজনক না হলে তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে।
কমিশন আরও জানিয়েছে, ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং চালু থাকবে। তবে কিছু জায়গায় ওয়েবকাস্টিং সম্ভব নয়। এই ধরনের জায়গাকে কমিশন 'শ্যাডো জোন' বলে। সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই বা খুব দুর্বল, যার কারণে ভাল ছবি আসে না। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা-সহ যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, নদী পার হয়ে বুথে পৌঁছতে হয়, সে সব বুথে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে কমিশন। তাঁদের সঙ্গে লাইফ জ্যাকেটও দেওয়া হয়েছে।
আরও পড়ুন। মধ্যরাতে EVM কারসাজির চেষ্টা করছিল আইপ্যাক, এবার তমলুকে গুরুতর অভিযোগ অভিজিৎ গাঙ্গুলির
সপ্তম দফায় রাজ্যে ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ১৭,৪৭০টি বুথে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ৩,৭৪৮টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে। এছাড়াও, ৩৩,২৯২ জন রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন থাকবেন।
সপ্তম দফায় পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা পাঁচ, সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা দশ এবং খরচ সংক্রান্ত পর্যবেক্ষকের সংখ্যা ১১। ১৬ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কমিশনে ৪০,৪৬২টি অভিযোগ জমা পড়েছে এবং ৩৫,৯৮৬টি অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সপ্তম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই কমিশনের এই পরিকল্পনা। ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটের সময়কার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের এই উদ্যোগে প্রিসাইডিং অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও ধরনের গাফিলতি না হয় এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনও অসুবিধা না হয়।
আরও পড়ুন। ২১-এর ভোটে তৃণমূলকে ৪০-৫০টা আসনে কারসাজি করে জেতায় আইপ্যাক, বিস্ফোরক শুভেন্দু