শনিবার বিজেপি প্রকাশ করেছে ১৯৫ জনের প্রার্থী তালিকা। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫ টি আসন সেখানে ঘোষিত হয়েছে, তার মধ্যে নাম ছিল না ওড়িশার। ফলে ওড়িশা থেকে কোনও প্রার্থীর নাম না থাকায় সেরাজ্যে বিজেপি ও বিজেডির জোট নিয়ে খানিকটা জল্পনা রয়েছে। তবে জল্পনার আগুনে জল ঢেলে বিজেডি সদ্য জানিয়েছে, এই সমস্ত ‘গুজব’, আর তা রটাচ্ছে বিজেপি। মনে করা হচ্ছে যে, ওড়িশা থেকে বিজেপির তালিকায় চার জন মন্ত্রীর নাম থাকতে পারে। সেক্ষেত্রে সম্বলপুর থেকে ধর্মেন্দ্র প্রধান, পুরী থেকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র, সুন্দরগড় থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম, আর ভুবনেশ্বর থেকে অপরাজিতা সারাঙ্গির নাম বারবার উঠছে। এদিকে, ওড়িশার শাসকদল নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি বলছে, বিজেপির সঙ্গে তাঁদের জোট নিয়ে যা রটছে তা নেহাতই 'গুজব'। এর আগে বিজেপির তরফে রাজ্য সভাপতি মনমোহন সমহাল জানিয়েছিলেন যে, ওড়িশার ভোট রাজনীতিতে বিজেপির সঙ্গে বিজেডির কোনও জোট হওয়ার সম্ভাবনা নেই। বিজেডির মুখপাত্র সস্মিত পাত্র অভিযোগ তোলেন যে, কিছু বিজেপির নেতা গুজব রটাচ্ছেন যে, তাঁদের দল ও বিজেপির মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা এটা বুঝতে পারছি না যে কেন বিজেপির নেতারা মিডিয়ার মাধ্যমে এমন গুজব রটাচ্ছেন। আমরা বুঝতেই পারছিনা যে, কেন এটা করা হচ্ছে।’ তিনি সাফ জানাচ্ছেন, ওড়িশায় বিজেপি খুবই পোক্ত উইকেটে রয়েছে। ফলে সেখানে বিজেপির সঙ্গে রাজ্য বা জাতীয় নির্বাচন কোনও ক্ষেত্রে জোটের সম্ভাবনা নেই। তাঁদের দাবি বিধানসভা ভোটের ১২০ আসন ও লোকসভার ১৭ আসনে বিজেডি তাবড় জয় ছিনিয়ে নিতে চলেছে। এদিকে বিজেডির শনিবারের এই বক্তব্যের আগে, বিজেপি এই জোট সম্ভাবনা কার্যত নস্যাৎ করে দেয়। বিজেপির তরফে বিজয় পাল সিং তোমার বলেন, ‘ওড়িশায় কোনও জোট নিয়ে আমরা কোনও আলোচনা করিনি। আমি দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করেছি। তিনি কোনও জোটের বিষয়ে কিছু বলেননি।’ওড়িশার বিধানসভা ভোটে বিজেপির সমীকরণ:-ওড়িশায় বিধানসভা ভোটে বিডেপি কার্যত একলা চলো নীতিতেই শক্তি পরীক্ষা করে নিতে প্রস্তুত। রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বিজয় পাল সিং তোমার বলেন,'আমরা ওড়িশা বিধানসভা নির্বাচন একা লড়ব এবং ৮০ টিরও বেশি আসন জিতব। একইভাবে, আমরা ওড়িশা থেকে ১৬টিরও বেশি সংসদীয় আসন জিতব।'