উল্লেখ্য, গত ১৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে একটি সভা থেকে অভিজিৎ বলেছিলেন, 'আজ তৃণমূল যে সব মিথ্যে বলছে... ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল বলে দাবি করছে। ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো আট লাখ গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ গুঁজে দেয় এবং দিয়ে রেশন নিয়ে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন।'
কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু আরও বলেন, 'তো তোমার দাম ১০ লাখ টাকা? কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে ফুলটিস কর, সেজন্য? মেকআপ কর। মেকআপ করে বেরোও? আর রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে খাও। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী। সেজন্য রেখা পাত্রকে ২,০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা আর একজন মহিলার সম্বন্ধে এরকম উক্তি করতে পারেন, সেটা আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে-মাঝে।'