পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশের ওপরে আগেই অনাস্থা প্রকাশ করেছে বিরোধীরা। তাদের দাবি মেনে ভোটের জন্য মোতায়েন হয়েছে আধাসেনা। কিন্তু তাতেও পুলিশের বিরুদ্ধে শাসকের হয়ে কাজ করার অভিযোগ থামেনি। আর তার জেরেই ফের সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমের তীব্র সমালোচনার মুখে পড়লেন পুলিশকর্মীরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় প্রচারে গিয়ে সেলিম বললেন, ‘পুলিশের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ মারা আছে।’শুক্রবার ঘাটালের কুঠিঘাট এলাকায় ভোটপ্রচারে গিয়ে সেলিম বলেন, ‘পুলিশকে বলব, নিজের উর্দির সম্মান করুন। অনেক পুলিশ অফিসার আছে যাদের উর্দি খুললে দেখা যাবে আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে। গ্রামে গঞ্জে, রাস্তা ঘাটে তৃণমূল যখন পোস্টার লাগাতে পারছে না তখন পুলিশের ভিতরের জামায় তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে’।রাজ্যে পুলিশের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতের অভিযোগ নতুন নয়। বিরোধী কর্মীদের ওপর ভুয়ো মামলা দেওয়া হোক বা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে অনীহা, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই পুলিশের বিরুদ্ধে বিরোধীদের নিপীড়নের অভিযোগ উঠেছে। এমনকী, বিজেপি নেতাদের কর্মসূচিরও অনুমতি দিতে চায় না পুলিশ। জনসভা হোক বা পদযাত্রা, অনুমতি নিতে আদালতে যেতে হয় গেরুয়া শিবিরকে। এহেন পুলিশকে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সেলিম।