
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
স্থানীয়দের ভোট বয়কটের পরেও কী করে পড়ল ৯৫ শতাংশ ভোট? রাজ্য পুলিশের ডিজিকে তা তদন্ত করে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ৩ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।
বিধাননগর লাগোয়া জ্যাংড়া - হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম কলেজের একটি বুথে ভোট বয়কট করেছিলেন স্থানীয়রা। এলাকার অধিকাংশ মানুষ ভোট দিতে যাননি। যারা গিয়েছিলেন তাদেরও বাধা দিয়েছেন স্থানীয়রা। কিন্তু গণনার দিন দেখা যায় সেই বুথে পড়েছে ৯৫ শতাংশ ভোট। ভোট বয়কটের পরেও কী করে ওই বুথে বিপুল ভোট পড়ল তা নিয়ে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। এর পর তিনি রাজ্য পুলিশের ডিজি অমিত মালব্য ও আইজিকে এই ঘটনার তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দেন। সঙ্গে এই মামলায় বিডিওকে তলব করেছেন বিচারপতি।
বিচারপতির নির্দেশ অনুসারে একজন পুলিশ আধিকারিককে নিয়োগ করে এই ঘটনার তদন্ত করাতে হবে। কমিশনের নিয়ম অনুসারে কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে সেই বুথের প্রিসাইডিং অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়। এক্ষেত্রে কোনও রিপোর্ট চাওয়া হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, ওই বুথে কোনও ভাবেই ৯৫ শতাংশ ভোট পড়তে পারে না। ভোটে কারচুপি করেছে শাসকদল। এমনকী গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ব্যালট বাক্স বদলের অভিযোগও করছেন তাঁরা।
৳7,777 IPL 2025 Sports Bonus