স্ট্রং রুমে ব্যালট পেপারে কারচুপি করা হতে পারে৷ ভোটের প্রচার পর্বেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধীরা। সেই মতোই ভোট গ্রহণ পর্ব মিটতেই বিভিন্ন জায়গায় স্ট্রং রুমে ঢুকে ব্যালটে কারচুপির অভিযোগ উঠেছে। এবার তৃণমূলের বিরুদ্ধে ব্যালট পেপারে কারচুপির অভিযোগ উঠল বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের এগরায়। এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
আরও পড়ুন: গণনার একদিন আগেই ব্যালট বাক্সের সিল খোলা হয়েছে, অভিযোগ তুললেন মহম্মদ সেলিম
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুপি করেছে তৃণমূল। এই অভিযোগে এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা স্ট্রং রুমের মধ্যে যায়। কিন্তু, বিজেপি কর্মীদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। স্ট্রং রুমের মধ্যে তৃণমূল ঢুকে ব্যালট বাক্সে কারচুপি করছে বলে অভিযোগ। তাদের প্রশ্ন, ‘তৃণমূল কর্মীরা স্ট্রং রুমে ঢুকে কেন কারচুপি করবে? দিদি যদি উন্নয়ন করে থাকেন তাহলে তারাই জিতবে। তারপরেও কেন ব্যালট বাক্সে জল ঢালা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্ট্রং রুমে ঢুকে কেন কারচুপি করা হচ্ছে? এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। পুলিশের ওপর শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে স্ট্রং রুম চত্বর। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।