তৃণমূলের গুন্ডাদের সঙ্গে এনে তৃণমূল প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বার করে দিলেন ওসি। তার পর চলল দেদার ছাপ্পা। লাঠি চালিয়ে লাইনে দাঁড়ানো ভোটারদের তাড়ালেন পুলিশকর্মীরাই। চাঞ্চল্যকর এই অভিযোগ পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রজত সরকারের। তাঁর প্রশ্ন, এভাবে সরকারি টাকা নষ্ট করে ভোট করানোর দরকার কী?রজতবাবু জানিয়েছেন, ওই বুথে এর আগে ভোটের দিন কখনও কোনও হিংসা হয়নি। রবিবারও সকাল থেকে ভোট চলছিল নির্বিঘ্নে। ঘণ্টাখানেক নির্বিঘ্নে ভোট হওয়ার পর বুথ দখল করার চেষ্টা করে তৃণমূলের গুন্ডারা। কিন্তু প্রতিরোধ গড়েন স্থানীয়রা। তার পর আরও কিছুক্ষণ ভোট হয়। এর পর তৃণমূলের গুন্ডাদের নিয়ে বুথে পৌঁছন আউসগ্রাম থানার ওসি। বুথ থেকে বার করে দেওয়া হয় সিপিএম প্রার্থীর এজেন্টকে। বাইরে দাঁড়িয়ে থাকা ভোটারদের ওপরেও লাঠি চালায় পুলিশ। এর পর বুথের ভিতরে চলে দেদার ছাপ্পা।রজতবাবুর প্রশ্ন, এতদিন তো পুরসভায় ভোট হয়নি। আমরা তো মেনে নিয়েছিলাম। এভাবে সরকারি টাকা খরচ করে ভোট করানোর মানে কী? তৃণমূল যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে মানুষকে ভোট দিতে দিচ্ছে না কেন?