শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হারারেতে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে দুরন্ত জয় জিম্বাবোয়ের। সেই সঙ্গে ঝোড়ো সেঞ্চুরি করে জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল জিম্বাবোয়ে। ওপেন করতে নেমে প্রথম উইকেটে ব্রায়ান বেনেটের সেঞ্চুরি, সেই সঙ্গে প্রথম দুই উইকেটে দুরন্ত পার্টনারশিপের হাত ধরে বড় রানের ইনিংস গড়ে জিম্বাবোয়ে। তারা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করে। সেই রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ৪৯ রানে ম্যাচ হেরে বসে। ২৫০ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
আরও পড়ুন: ২৭টি ব্যাগ নিয়ে অজি সফরে গিয়েছিলেন তারকা, নড়ে যায় BCCI- রিপোর্ট
এদিন ব্রায়ান বেনেট ১৬৩ বলে ১৬৯ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২০টি চার এবং ৩টি ছক্কা। এটি তাঁর ওডিআই ক্যারিয়ারের প্রথম শতরান। পাশাপাশি বেনেটের এই সেঞ্চুরি জিম্বাবোয়ের পুরুষদের ওয়ানডে-তে পঞ্চম সর্বোচ্চ স্কোর। চার্লস কভেন্ট্রি (১৯৪ অপরাজিত বনাম বাংলাদেশ, ২০০৯), হ্যামিল্টন মাসাকাদজা (১৭৮ অপরাজিত বনাম কেনিয়া, ২০০৯), শন উইলিয়ামস (১৭৪ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, ২০২৩) এবং ক্রেগ উইশার্টের (১৭২ অপরাজিত বনাম নামিবিয়া, ২০০৩) পরে জায়গা করে নিয়েছে বেনেটের ১৬৯ রান।
আরও পড়ুন: গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে থাকতে হচ্ছে আলাদা হোটেলে, টিম হোটেলে তাঁরও নো এন্ট্রি- রিপোর্ট
২১ বছর ৯৬ দিনে বেনেট ওয়ানডেতে ১৫০ রান করা চতুর্থ-কনিষ্ঠতম ক্রিকেটার হয়েছেন। তিনি আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে ছাড়িয়ে গেছেন, যিনি ২০২৩ সালে হাম্বানটোটায় পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রান করেছিলেন। গুরবাজের উদ্বোধনী অংশীদার ইব্রাহিম জাদরান ২১ বছর এবং ৯৬ দিন বয়সে ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রান করার জন্য তৃতীয় স্থান অধিকার করেন। কাকতালীয় ভাবে আয়ারল্যান্ডের সাদা বলের অধিনায়ক পল স্টার্লিং ২০১০ সালে কানাডার বিপক্ষে তার ১৭৭ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন।
এদিন প্রথম উইকেটে বেনেট এবং বেন কুরান ৯৫ রানের পার্টনারশিপ করেন। ৪৪ বলে ২৮ রান করে বেন কুরান সাজঘরে ফিরলে, অধিনায়ক ক্রেগ আরভিন দ্বিতীয় উইকেটে বেনেটের সঙ্গে হাল ধরেন। ৪টি ছক্কা এবং ৩টি চারের হাত ধরে আরভিন ৬১ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে বেনেটের সঙ্গে তিনি ১৩৬ রানের পার্টনারশিপ করেন। তবে এই তিন ব্যাটার ছাড়া জিম্বাবোয়ের আর কোনও ব্যাটার রান পাননি। এক অঙ্কের ঘরেই বাকিরা আটকে গিয়েছেন।
আরও পড়ুন: জিও, স্টার মিলে যাওয়ায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL 2025
আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার মার্ক অ্যাডায়ার ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জোশ লিটল, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রাইন।
জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নামলে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় তারা। অ্যান্ডি বালবির্নিকে প্রথম বলেই সাজঘরে ফেরান রিচার্ড এনগারাভা। উইকেটকিপার তাদিওয়ানাশে মারিমনির হাতে ক্যাচ দেন বালবির্নি। এর পর অধিনায়ক পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফার হাল ধরার চেষ্টা করেন। ২৮ বলে ৩২ করে আউট হয়ে যায় পল স্টার্লিংও। ৫৭ বলে ৪৪ করেন ক্যাম্ফার। তাঁর এই ইনিংসে ছিল ৫টি চার। এটাই আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া হ্যারি টেক্টর ৭৮ বলে ৩৯ রান, লোরকান টাকার ৩৮ বলে ৩১ রান, জর্জ ডকরেল ৩৫ বলে ৩৪ রান, অ্যান্ডি ম্যাকবার্নি ৩২ বলে ৩২ করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ২৪২ রান থেকে ২৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে আইরিশরা। ২৫০ রানেই অলআউট হয়ে যায় তারা। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানী ৫১ রান দিয়ে চার উইকেট নেন। ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন এনগারাভা। ওয়েসলি মাদেভেরে ২ উইকেট এবং সিকান্দার রাজা নেন ১ উইকেট।