অ্যামেলিয়া কের-এর জন্য দিনটি মোটেও ভালো ছিল না। মঙ্গলবার মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্য়াটাররা কিউয়ি বোলারকে পেয়ে উদুম পেটালেন। তিনি অষ্টম ওভারে হজম করেন ২২ রান। আর শেষ ওভারে বিলোলেন ২১ রান। তিন ওভার বল করে তিনি এদিন মোট ৪৭রান দিলেন। আর অ্যামেলিয়া কেরের সৌজন্যেই স্মৃতি মন্ধানার আরসিবি পৌঁছে গেল ১৯৯ রানের বিশাল স্কোরে।
অষ্টম ওভারে হল ২২ রান
এদিন টস জিতে আরসিবি-কে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন স্মৃতি মন্ধানারা। হরমন ইনিংসের অষ্টম ওভারে প্রথম বল করতে এনেছিলেন অ্যামেলিয়া কেরকে। আর নিজের প্রথম ওভারে বল করতে এসে তিনি ২২ রান দিয়ে বসেন। ৪-১-৬-৪-১ ওয়াইড-৬-০-পিটিয়ে ছাতু করেন স্মৃতি মন্ধানা এবং এলিস পেরি। এই ওভারের পর ৫৫ রানে ১ উইকেট থেকে এক লাফে ৭৭ রানে ১ উইকেটে পৌঁছে যায় আরসিবি-র স্কোর। এর পর তিনি ফের বল করতে আসেন ১২তম ওভারে বল করতে। সেই ওভারে অবশ্য মাত্র চার রান দিয়ে, স্মৃতি মন্ধানার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন অ্যামেলিয়া। ৩৭ বলে ৫৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে আউট হন আরসিবি অধিনায়ক। তাঁর এই ইনিংসে ছিল তিনটি ছক্কা, ছ'টি চার।
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
২১ রান এল শেষ ওভারে
১৯তম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোর ছিল ৩ উইকেটে ১৭৮ রান। শেষ ওভারে ফের অ্যামেলিয়া কেরকে বল করতে আনেন হরমনপ্রীত কৌর। এই ওভারেও তিনি ৪-১-৪-২-৪-৬- হরির লুটের মতো রান বিলোলেন। শেষ ওভারে হয় মোট ২১ রান। ২০তম ওভারে এলিস পেরি এবং জর্জিয়া ওয়ারহ্যাম মিলে উদুম মারেন কিউয়ি বোলারকে। যার নিট ফল, ৩ উইকেটে ১৯৯ রানে নিজেদের ইনিংস শেষ করে বেঙ্গালুরু। মাত্র ১০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন জর্জিয়া ওয়ারহ্যাম। একটি ছক্কা এবং ৫টি চার হাঁকান তিনি। এলিস পেরি একটি ছক্কা এবং ৫টি চারের হাত ধরে ৩৮ বলে অপরাজিত ৪৯ রান করেন।