বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে ভারত সেমিফাইনালের টকিট পাকা করে নিয়েছে। চলতি বিশ্বকাপে এটা ছিল ভারতের টানা সপ্তম জয়। এদিনের ম্যাচ জেতার পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এমন কিছু করলেন, যা ভক্তদের হৃদয়ে তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে। ম্যাচ জেতার পরে ড্রেসিং রুম থেকে জুতো এনে তরুণ ক্রিকেট ভক্তের হাতে তুলে দেন রোহিত। আসলে নিজের ভক্তের হাতে জুতো উপহার দিয়েছেন রোহিত শর্মা। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় রোহিতের উদারতার প্রতিফলন দেখা যাচ্ছে
এই বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাঁর ব্যাট থেকে সেভাবে রান দেখতে পাওয়া যায়নি। তবে তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা দলকে হারিয়েছে ভারত। শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে হারানোর পর তরুণ ভক্তদের জুতা উপহার দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আসলে, রোহিত শর্মা যখন ম্যাচ জিতে মাঠ থেকে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন তাঁর ভক্তরা জোরে জোরে ‘রোহিত-রোহিত’ স্লোগান দিচ্ছিলেন, সেই সময় রোহিত শর্মা তার জুতো খুলে তরুণ ভক্তদের হাতে তুলে দিয়েছিলেন। এখন এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক পরাজয়
এদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে একতরফা হারিয়েছে ভারত। মাত্র ১৯.৪ ওভারে ৫৫ রানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। বিশ্বকাপে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। একই সঙ্গে ওডিআই ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়। এই জয়ের মধ্য দিয়ে ভারত ঘোষণা করেছে কেন তাকে বিশ্বকাপ শিরোপার শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই জয়ের ফলে ভারত আবারও দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে। এখন ভারতের পরবর্তী ম্যাচ ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
কেমন ছিল ম্যাচ?
এদিনের ম্যাচের কথা বললে, ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের ঝড়ে পুরো শ্রীলঙ্কা দল ভেসে যায়। ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার পুরো দল। মহম্মদ শামি নেন পাঁচ উইকেট, আর মহম্মদ সিরাজ নেন তিন উইকেট। ইনিংসের প্রথম বলেই ভারতকে প্রথম সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। এর আগে বিরাট কোহলি, শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের ৮০ রানের বেশি ইনিংসের ভিত্তিতে শ্রীলঙ্কার বোলারদের গুঁড়িয়ে দিয়ে পাহাড়ের মতো ৩৫৭ রান করেছিল ভারত। বিশ্বকাপে এটি এখন পর্যন্ত ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়।