বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটি ঘটে গিয়েছে মঙ্গলবার। আফগানিস্তান ইংল্যান্ডকে বধের পর এবার নেদারল্য়ান্ডস পরাজিত করল দক্ষিণ আফ্রিকাকে। এই ম্যাচে একটি দুর্দান্ত পারফরম্যান্স করেন নেদারল্যান্ডসের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই। তবে বলে রাখা ভালো এর আগে ডাচদের কাছে প্রোটিয়াদের বধ এই প্রথম নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ঘটনা ঘটে। এবার ফের একই ঘটনা ঘটল। তবে আশ্চর্যকর বিষয় কি জানেন দলে যারা ক্রিকেটাররা ছিলেন, তাঁরা অধিকাংশই পেশাদার ক্রিকেটার নন। কেউ কর্পোরেটে চাকরির সঙ্গে যুক্ত। আবার কেউ যুক্ত অল্প বেতনের চাকরির সঙ্গে। তবে শেষ কথা এটাই যে, এক অনভিজ্ঞ দলের কাছে হার স্বীকার করতে হয়েছে একটি শক্তিশালী দলকে।
ডাচ বাহিনীদের এই জয়ের পিছনে যতটা ভূমিকা রয়েছে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের, তেমনি ততটাই ভূমিকা রয়েছে এক 'উবার ইটস' ডেলিভারি বয়ের। পাশাপাশি তিনি একজন প্রাক্তন প্রোটিয়াও। তিনি আর কেউ নন তিনি হচ্ছেন পল ভ্যান মিকেকেন। তিনি ৯ ওভার বল করে ৪০ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। যার মধ্যে এডেন মার্করাম ও মার্কো জানসেন। যদিও তাঁকে যোগ্য সঙ্গ দেন লোগান ভ্যান বিক। তবে ভ্যান মিকেরেন একেবারে অনভিজ্ঞ ক্রিকেটার নন। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কাউন্টি ক্রিকেট সহ বহু প্রতিযোগিতা ইতিমধ্যেই খেলে নিয়েছেন।
তবে এই ম্যাচে শুধু ভ্যান মিকেরেনই প্রাক্তন প্রোটিয়া ছিলেন না। আরও একজন প্রাক্তন প্রোটিয়া ডাচ দলে ছিলেন। তিনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যাট হাতে। তিনি হলেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে। তিনিও আগে দক্ষিণ আফ্রিকার হয়ে একদিনের ক্রিকেট ও টি-২০ ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় স্কট এডওয়ার্ডসের দল। টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির জন্য ৪৩ ওভারের ম্যাচ হয়। শুরুটা একেবারেই ভালো হয়নি ডাচ বাহিনীর। ৫০ রানের মাথায় ৪টি উইকেট হারায় তারা। এরপর লাগাতার পার্টনারশিপ গড়তে থাকায়, শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ২৪৫ রান। একমাত্র অর্ধশতরান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। তিনি ৬৯ বল খেলে করেন ৭৮ রান। এছাড়াও একটি দ্রুত ইনিংস খেলেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান এনগিডি।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারাতে শুরু করে বাভূমা বাহিনী। ৪৪ রানের মাথায় ৪টি উইকেট হারায় তারা। এরপরে একটা ছোট পার্টনারশিপ হলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১ বল বাকি থাকতেই ২০৭ রানে সবকটি উইকেট হারায় তারা। কোনো ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। তবে একটি লড়াকু ইনিংস খেলেছেন পিঞ্চ হিটার ডেভিড মিলার। তিনি ৫২ বল খেলে করেন ৪৩ রান। এছাড়াও নিচের দিকে নেমে কেশব মহারাজও একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। তিনি ৩৭ বল খেলে করেন ৪০ রান। ডাচ বোলারদের মধ্যে ৩টি উইকেট পান লোগান ভ্যান বিক। এছাড়াও ২টি করে উইকেট পান ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে ও ডি লিড। ম্যাচের সেরা হন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।