CWC 2023 Final X-factor players in Australia Team- আজ ১৯ নভেম্বর রবিবার, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার কাছে ফাইনাল জিতে ওডিআই বিশ্বকাপের তৃতীয় ট্রফি দখল করার বড় সুযোগ রয়েছে। ২৩ মার্চ ২০০৩ তারিখে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সেবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল। সেই ম্যাচে ১২৫ রানে জিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। তবে সাবধানে পা ফেলতে হবে টিম রোহিত শর্মাকে। একটা ভুল করলেই সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। এর কারণ হল অস্ট্রেলিয়া দলে এমন সব খেলোয়াড় রয়েছে যারা যে কোনও সময়ে ম্য়াচের রঙ বদলে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন-১) গ্লেন ম্যাক্সওয়েল- চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড় দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৪৪ বলে ১০৬ রান করেছিলেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ম্যাচের সেরা হয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাক্সওয়েলের ইনিংসকে কেউ ভুলতে পারবেন না। ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছিলেন তিনি। ভেঙে যাওয়া অস্ট্রেলিয়া দলকে নকআউটে তুলেছিলেন এক পায়ে। তাই ফাইনালে ম্যাক্সওয়েলকে নিয়ে রোহিতদের সতর্ক হতেই হবে।২) অ্যাডাম জাম্পা- এরপরে রয়েছে অ্যাডাম জাম্পার নাম। গ্রুপ লিগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ ওভার বল করে চার উইকেট নিয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন জাম্পা। এরপরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে জেতে অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন অ্যাডাম জাম্পা। তিন উইকেট শিকার করেছিলেন তিনি। ভারতীয় উইকেটে যে জাম্পা বড় ভূমিকা পালন করতে পারেন সেটা সকলেই জানেন। তাই ফাইনালে জাম্পাকে সাবধানে খলতে হবে।৩) মিচেল মার্শ- অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও সেই ম্যাচে ৭১ বলে ৪৬ রান করে ব্যাট হাতে সেরা পারফর্ম করেছিলেন স্মিথ। এছাড়াও বল হাতে জোশ হেজেলউড তিন উইকেট নিয়েছিলেন। এরপরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩২ বলে ১৭৭ রান করে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন মিচেল মার্শ। ব্যাট ছাড়াও বল হাতেও চমক দেখাচ্ছেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে বড় ভূমিকা পালন করতে পারেন মিচেল মার্শ।৪) ট্র্যাভিস হেড- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্র্যাভিস হেড করেন ৬৭ বলে ১০৯ রান। ৪৮ বলে ৬২ রান করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হন ট্র্যাভিস হেড। ব্যাট হাতে যে কোনও ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তাই ট্র্যাভিসকে নিয়ে বাড়তি সতর্ক হতেই হবে।৫) ডেভিড ওয়ার্নার- পাকিস্তান ম্যাচে ডেভিড ওয়ার্নার সেরা নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ বলে ১৬৩ রান করেছিলেন তিনি। সেই ম্য়াচে অস্ট্রেলিয়া ৬২ রানে জিতেছিল। তবে চলতি বিশ্বকাপে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন তিনি। অস্ট্রেলিয়াকে দারুণ শুরু দিচ্ছেন ওয়ার্নার। তাই তাঁকে নিয়েও রোহিতদের বাড়তি সতর্ক হতেই হবে।৬) জোশ হেজেলউড- অস্ট্রেলিয়ার পেস বোলিং এখনও সেভাবে নিজেদের প্রমাণ করতে না পারলেও এই ম্যাচে জোশ হেজেলউড, মিচেল স্টার্ক বা প্যাট কামিন্স যে কোনও সময় ঝড় তুলতে পারেন সেটা সকলেই বুঝতে পারছেন। বিরাট-রোহিতদের এই তিন পেসারকে দেখে খেলতে হবে।