২০১৬ সালের পর ফের ২০২৩ সাল- মাঝে সাত বছরের লম্বা ব্যবধান। সব বাধা কাটিয়ে অবশেষে ভারতে এসে পৌঁছল পাকিস্তান টিম। ভিসা সমস্যা মিটে যাওয়ার এক দিন পরেই বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে এলেন বাবর আজমরা।
পাকিস্তান টিম দুবাইয়ে দীর্ঘ ৯ ঘণ্টা কাটানোর পর অবশেষে হায়দরাবাদে এসে পৌঁছেছেন। গ্রিন আর্মি বুধবার ভোরে লাহোর থেকে রওনা দেয় হায়দরাবাদের উদ্দেশ্যে। রাতে এসে তারা গন্তব্যে পৌঁছয়। ২০১৬ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল। সাত বছর পর তারা এল ওডিআই বিশ্বকাপ খেলতে।
১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার পর ৩ অক্টোবর পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। বাবরদের বিশ্বকাপের প্রথম ম্যাচ ৬ অক্টোবর হায়দরাবাদেরই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে।
আরও পড়ুন: 2023 World Cup-এর পরেই ODI ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নবীনের, মাত্র ২৪ বছর বয়সেই কেন এই সিদ্ধান্ত?
পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা হায়দরাবাদ সফরের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে তাদের ভারতীয় ভিসা পেয়েছিলেন। বর্তমান পাকিস্তানের অধিনায়ক বাবর চোটের কারণে ভারতে অনুষ্ঠিত ২০১৬ বিশ্বকাপে খেলতে পারেননি। যে কারণে তিনি বেশি আবেগপ্রবণ। শুধু বাবর একা নন, পুরো পাকিস্তান টিমই ভারতে আসা নিয়ে বেশ উদগ্রীব ছিল। ভারতের নামার পরে তাদের চোখেমুখে সেই উচ্ছ্বাসটাও ধরা পড়েছে।
এদিকে বিশ্বকাপ খেলতে ভারতে রওনা দেওয়া আগে বাবর আজম সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি দেখেছি যে আমাদের সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমন কী যখন আমরা অন্যান্য দেশের সঙ্গে খেলব, তখনও স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে। এটা একটা ভালো ব্যাপার যে, সেখানকার ভক্তরা আমাদের সমর্থন করছেন এবং আমাদের প্রতি তাঁদের ভালোবাসা দেখাচ্ছেন। আমরা যখনই ভারতে যাই, সেখানকার ভক্তদের থেকে ভালোবাসা পাই। আমি প্রথমবার যাচ্ছি, কিন্তু এর আগে যারা ভারতে গিয়েছিল, তারা বলেছে যে, সেখানে তারা ভালো সমর্থন পেয়েছিল। তবে আমরা আমাদের ভক্তদের মিস করব।’
আরও পড়ুন: কামিন্সদের চুনকাম করার স্বপ্ন পূরণ হল না, অজিদের পুরো টিম ফিরতেই ল্যাজেগোবরে হয়ে হারল ভারত
সেই সঙ্গে আমদাবাদে খেলার ব্যাপারে বাবর বলেন, ‘আমি আমদাবাদে খেলার জন্য খুব উত্তেজিত। এটি সবচেয়ে বড় স্টেডিয়াম এবং সেখানে অনেক দর্শক থাকবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং ভালো পারফর্ম করার চেষ্টা করব। আমি আমার পারফরম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নই, তবে আমি আমার দলের জন্য সেরাটা দেওয়ারই চেষ্টা করি। সেই দিনও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’