বিশ্বকাপের লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো বিরক্ত গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উজ্জ্বল লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ম্য়াক্সওয়েল। ড্রিঙ্কস বিরতিতে ফ্লাডলাইট নিভিয়ে দর্শকদের জন্য লেজার শো শুরু হয়েছিল। সেই সময়ে ম্যাক্সওয়েল দু'হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলেন। এবং পরে তিনি এই শো নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এটা ক্রিকেটারদের জন্য খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। কারণ সেই লাইট এসে সরাসরি চোখে লাগার ফলে বাজে ধরনের মাথাব্যথা হয়ে থাকে।
সারা বিশ্ব জুড়েই স্টেডিয়ামগুলি ভক্তদের বিনোদন দেওয়ার জন্য এই ধরনের লেজার লাইট শোকে অন্তর্ভুক্ত করেছে। কারণ ডিজেদের একটি অবিচ্ছিন্ন উপস্থিতি থাকে, বিশেষ করে টি-টোয়েন্টি লিগে। ভারতের ধর্মশালায় এই বিশেষ শো আয়োজন করেছিল, যেটা দেখে ভক্তরা খুবই খুশি হয়। এবং এই শো পুরো সুপার হিট হয়ে যায়। তবে ম্যাক্সওয়েল মনে করেন, এটা খেলোয়াড়দের জন্য ভালো নয়।
আরও পড়ুন: আফগানদের কাছে হারের পর কেঁদেছে বাবর- ড্রেসিংরুমের তথ্য ফাঁস পাক প্রাক্তনীর
ম্যাক্সওয়েল বিগ ব্যাশ লিগের একটি ম্যাচের কথা স্মরণ করেছেন, যেখানে এই ধরনের শো-র ফলে তাঁর মাথা খুব বেশি ভাবে ধরে গিয়েছিল। ম্যাক্সওয়েল বলেছেন, ‘বিগ ব্যাশ খেলার সময়ে পার্থ স্টেডিয়ামে একই রকমের লাইট শোর মতো কিছু ছিল এবং এতে আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। এবং আমার চোখের দৃষ্টি পুরো বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুটা সময় লেগেছিল।’
তিনি যোগ করেছেন, ‘আমি মনে করি, এটা ক্রিকেটারদের জন্য খুবই খারাপ একটা আইডিয়া। এই ধরনের জিনিসের চোখের দৃষ্টি মানিতে নিতে অনেকটা সময় নেয়। এবং আমার মনে আছে, আমরা মাত্র একটি উইকেট হারিয়েছিলাম এবং পার্থ স্টেডিয়ামের আলো নিভে গিয়েছিল এবং আমি অন্য প্রান্তে ছিলাম। এতে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল।’ তিনি যোগ করেছেন, ‘আমি যতটা সম্ভব তাই চোখ ঢেকে রাখার চেষ্টা করি। তবে এটি ভয়ঙ্কর। ভক্তদের জন্য দারুণ, কিন্তু খেলোয়াড়দের জন্য ভয়ঙ্কর।’
আরও পড়ুন: বিশ্বকাপে ল্যাজেগোবরে হাল বাংলাদেশের, এর মাঝেই দেশে ফিরে গেলেন শাকিব আল হাসান
ম্যাক্সওয়েল লেজার লাইট নিয়ে বিরক্ত হলেও, ডেভিড ওয়ার্নার কিন্তু মজা পেয়েছেন। তিনি একেবারে উল্টো কথা বলেছেন। এক টুইটার ব্যবহারকারী ম্য়াক্সওয়েলের বক্তব্য শেয়ার করেছিলেন। তিনি সেটি পুনরায় শেয়ার করে সঙ্গে লিখেছেন, ‘আমি এই লাইট শো খুব পছন্দ করি। কী দারুণ পরিবেশ ছিল। এটা ভক্তদের জন্য। এই ভক্তদের ছাড়া আমরা যেটা করতে পছন্দ করি, সেটা করা সম্ভব হবে না।’
বুধবার নেদারল্যান্ডসকে রেকর্ড ৩০৯ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপের পয়েন্ট টেবলের চারে উঠে এসেছে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ছয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার (১০৪), ম্যাক্সওয়েল (১০৬)- দুই তারকাই। আর দুই তারকার উপর ভর করে অজিরা ডাচদের বিরুদ্ধে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়েন। ৪০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ ওভারেই মাত্র ৯০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।