ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার সুনীল যোশী বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এর স্পিন বোলিং কোচের পদে আবেদন করেছেন। এই পদটি আগেই শূন্য হয়েছিল, কারণ সাইরাজ বহুতুলে এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
আগে CoE-কে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) বলা হত, যখন এটি বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অবস্থিত ছিল। এখন এটি একই শহরে হলেও বিসিসিআই নতুন জমি কিনে আরও বড় সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্যাম্পাস তৈরি করেছে এবং সেখান থেকেই এটি পরিচালিত হচ্ছে।
৫৪ বছর বয়সী যোশী, যিনি ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলেছেন, বর্তমানে পঞ্জাব কিংস দলের সঙ্গে রিকি পন্টিংয়ের অধীনে কাজ করছেন এবং ঘরোয়া মরশুমে উত্তরপ্রদেশ দলের কোচও ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় পুরুষ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
বিসিসিআই সূত্র অনুযায়ী, যোশী অনলাইনে একটি তিন সদস্যের প্যানেলের সামনে ইন্টারভিউ দিয়েছেন। ওই প্যানেলে ছিলেন CoE-এর ক্রিকেট প্রধান ভিভিএস লক্ষ্মণ, পুরুষ নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার অ্যাবি কুরুভিলা।
জানা যাচ্ছে আরও চারজন প্রার্থী সরাসরি হাজির হয়ে ইন্টারভিউ দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কোচ নূশিন আল খাদির। তিনি এক সময়ের অফ-স্পিনার এবং ভারতের হয়ে পাঁচটি টেস্ট ও ৭৮টি মহিলা ওয়ানডে খেলেছেন। নূশিন অনেকদিন ধরে প্রাক্তন NCA সেটআপের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন … ১৭৭/৩ থেকে ২১৭/৯! তাইজুলের ৫ উইকেট, BAN vs ZIM 2nd Test-এর প্রথম দিনে বাংলাদেশের প্রত্যাবর্তন
আরেকজন শক্তিশালী প্রার্থী হলেন রাখেশ ধ্রুভ, গুজরাট ও সৌরাষ্ট্রের প্রাক্তন বাঁহাতি স্পিনার। বিদর্ভের অভিজ্ঞ অফ-স্পিনার প্রীতম গান্ধেও ইন্টারভিউ দিয়েছেন বলে জানা যাচ্ছে।
একজন শীর্ষ বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘অন্যান্য প্রার্থীদের মধ্যে সুনীল যোশীর সিভি নিঃসন্দেহে সবচেয়ে ভালো। নূশিনের ক্ষেত্রেও আমরা মহিলাদের ক্রিকেটের জন্য আন্তর্জাতিক, জাতীয় ও বয়সভিত্তিক স্তরে একটি আলাদা উইং গড়ে তুলছি, যার জন্য নিবেদিত কোচিং স্টাফ লাগবে।’
আরও পড়ুন … এক ঘণ্টার মধ্যে… KKR-এর শাহরুখ খান মালিক হিসাবে কেমন? ওয়াসিম আক্রমের অবাক করা মন্তব্য
তিনি আরও বলেছেন, ‘এলিট স্তরের ক্রিকেট খেলার অভিজ্ঞতা অবশ্যই সিভি-তে অতিরিক্ত গুরুত্ব আনে, এবং সুনীল হলেন একমাত্র পুরুষ টেস্ট ক্রিকেটার যিনি ইন্টারভিউ দিয়েছেন। তাঁর সবচেয়ে বড় শক্তি হল এলিট স্তরের কোচিংয়ে ব্যাপক অভিজ্ঞতা। তিনি একাধিক প্রথম শ্রেণির দলকে কোচিং করিয়েছেন, আইপিএলে কাজ করেছেন এবং আন্তর্জাতিক স্তরের সিনিয়র দলের কোচিং স্টাফেও ছিলেন। পাশাপাশি, তিনি বেঙ্গালুরুর বাসিন্দা, যা স্থানীয় দিক থেকেও সুবিধাজনক।’
আরও পড়ুন … ৭৪ নয়, IPL 2028-এ হবে ৯৪টা ম্যাচ! এবারে নতুন চ্যাম্পিয়নকে দেখতে চান অরুন ধুমাল
তবে রাখেশ ধ্রুভকেও ছেঁটে ফেলা যাচ্ছে না, কারণ তিনি সৌরাষ্ট্র ও গুজরাটের হয়ে দীর্ঘদিন খেলেছেন। প্রার্থীদের সকলকে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা বা ভিশন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।
নির্বাচিত কোচের কাজ হবে শুধু আন্তর্জাতিক তারকা খেলোয়াড় যেমন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরদের টেকনিক্যাল দিক থেকে সাহায্য করা নয়, বরং ভারত A, অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া পর্যায়ের সেরা প্রতিভাদের সঙ্গেও কাজ করা। এছাড়া, রাজ্য দলের কোচদের সঙ্গে সমন্বয় রেখে, খেলোয়াড়দের চোট কাটিয়ে ফেরার প্রস্তুতিতেও জাতীয় নির্বাচকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে তাঁকে।