শুভব্রত মুখার্জি:- শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং গুজরাট টাইটানস দল। এই ম্যাচে চার উইকেটে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস দলকে হারিয়েছে আরসিবি। এই নিয়ে টানা তিন ম্যাচে হারতে হয়েছে গতবারের রানার্স আপদের।এই ম্যাচেই আরসিবি ব্যাটিংয়ের সময়ে ঘটে গিয়েছে এক মজাদার ঘটনা। ভারতীয় দলের হয়ে খেলা প্রাক্তন কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা তাঁর দলের ক্রিকেটার এবং বোলারদের মনোবল বাড়াতে উইকেটের পিছন থেকে তাঁর 'ভোকাল টনিক' জারি রেখেছিলেন। একটি সময়ে তা শুনতে পান আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তারপর মজার উত্তর তিনি দিয়েছেন ঋদ্ধিকে।
ম্যাচে প্রথম ব্যাট করে গুজরাট টাইটানস দল।১৪৮ রান করতে সমর্থ হয় তারা।জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আরসিবি। তাদের দুই ওপেনার ফ্যাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলি দলের হয়ে ঝোড়ো শুরু করেন। ফাফ ডু'প্লেসি ৬৪ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। মাত্র সাত ওভারেই ১০০ রানে পৌঁছে যায় আরসিবি। ফলে ম্যাচ শেষ করা তখন ছিল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন-IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন
গুজরাট টাইটানস বোলারদের একেবারে দিশাহীন বলে মনে হচ্ছিল। কিভাবে রান আটকানো সম্ভব? কিভাবে উইকেট নেওয়া সম্ভব তা একেবারেই মাথাতে ঢুকছিল না তাদের? এই সময়েই দলের বোলারদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন ঋদ্ধিমান সাহা। তাঁকে বলতে শোনা যায় ' রান রোকো,ম্যাচ খিঁচো!' অর্থাৎ রান বাঁচা ও,ম্যাচকে আরো গভীরে টেনে নিয়ে যাও।
এই কথাটি শুনতে পান বিরাট কোহলি। এরপর তিনি মজার ছলে 'মহাকাব্যিক' উত্তর দেন ঋদ্ধিমান সাহাকে। বিরাটকে বলতে শোনা যায় ' বে***,এয়সে ক্যায়সে ম্যাচ খিঁচোগে!' অর্থাৎ এইভাবে কি করে ম্যাচকে টেনে গভীরে নিয়ে যাবে ? ম্যাচে এই ঘটনাটি ঘটে আরসিবি ব্যাটিংয়ের সময়ে। যে সময়ে তাদের স্কোর মাত্র দুই উইকেট হারিয়ে ১০০'তে পৌঁছে গিয়েছে।এরপরেই পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আরসিবি।তবে ম্যাচে কোন অঘটন ঘটেনি। ম্যাচে কোহলি ২৭ বল খেলে করেছেন ৪২ রান। আরসিবি ১১৭ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে গেলে ও দীনেশ কার্তিক এবং স্বপ্নীল সিংয়ের ব্যাটিংয়ে ১৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।